দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেসিদের সাবেক কোচ

লিওনেল মেসির সঙ্গে হুয়ান কার্লোস। তখন তিনি বার্সার সহকারি কোচ। ছবি: টুইটার
লিওনেল মেসির সঙ্গে হুয়ান কার্লোস। তখন তিনি বার্সার সহকারি কোচ। ছবি: টুইটার
>

দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সাবেক সহকারি কোচ হুয়ান কার্লোস উনজুয়ে। গতকাল তিনি নিজেই নিশ্চিত করেছেন এ খবর

লুইস এনরিকে যখন বার্সেলোনার কোচ ছিলেন, তখন তাঁর সহকারির ভূমিকা পালন করতেন দলটার সাবেক গোলরক্ষক হুয়ান কার্লোস উনজুয়ে। বার্সেলোনার কোচিং দলের সদস্য হয়ে তিন বছর ধরে মেসি-সুয়ারেজদের দীক্ষা দিয়ে গেছেন। দলটাকে একটি চ্যাম্পিয়নস লিগ সহ দুটি লিগ ও তিনবার কোপা দেল রে জেতাতে সাহায্য করেছেন।

সে উনজুয়েই এখন আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ছেন প্রতিনিয়ত। মোটর নিউরন রোগে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সাবেক এই গোলরক্ষক। গতকাল নিজেই খবরটা নিশ্চিত করেছেন সর্বশেষ ২০১৯ সালে স্প্যানিশ ক্লাব জিরোনার ম্যানেজার থাকা উনজুয়ে।

তবে এখনই হারার পাত্র নন উনজুয়ে। রোগের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি এই রোগের সম্পর্কে জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ চালিয়ে যাবেন তিনি, 'আমি বেশ ভালোভাবেই লড়াই করছি। আমি যেমন জীবন কাটিয়েছি, তা নিয়ে আমি গর্বিত। এখন এই রোগের জন্য মানুষের মনে যে সচেতনতার সৃষ্টি করব, গর্বিত তা নিয়েও। এটা এমন এক রোগ, যা যে কারও হতে পারে।'

এটা এমন এক রোগ, যা থেকে আরোগ্যলাভের কোনো নিশ্চয়তা চিকিৎসায় নেই। ঐচ্ছিক পেশীর নিউরোনের অকার্যকর হয়ে যাওয়ার মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হন। এ সব কিছুই উনজুয়ে জানেন। তাই চাইছেন এমন কিছু একটা করার, যাতে এই রোগের একটা স্থায়ী নিরাময় আবিষ্কার হয়।

ক্যাম্প ন্যু তে সংবাদ সম্মেলনে উনজুয়ে আরও বলেন, 'আমি মানুষের জীবনের মান উন্নয়ন করার জন্য লুজন ফাউন্ডেশনের সঙ্গে কাজ করে যাব। রোগ নিরাময়ের গবেষণার জন্য যাতে পর্যাপ্ত পরিমাণ অর্থ সংগ্রহ করা যায়, সে লক্ষ্যে কাজ করে যাব। আশা করি, এ রোগের সমাধান অর্জন করতে আমাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না।'

সংবাদ সম্মেলনে বার্সার সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউসহ উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজার লুইস এনরিকে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই উনজুয়ের প্রতি সহমর্মিতা জানিয়েছে টুইটারে। বার্সা লিখেছেন, 'হুয়ান কার্লোস, আমাদের সমস্ত সমর্থন ও সংহতি তোমার প্রতি। ভালো থাকুন, কোচ!'

ওদিকে রিয়াল লিখেছে, 'রিয়াল মাদ্রিদ পরিবারের সবাই হুয়ান কার্লোস উনজুয়ের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানাচ্ছে। এই সংকটময় মুহূর্তে আমরা তিনি ও তাঁর পরিবারের পাশেই আছি।'

বার্সেলোনা মূল দলের হয়ে গোলরক্ষক হিসেবে পাঁচ লিগ ম্যাচ খেলা এই তারকা মূলত পাদপ্রদীপের আলোয় আসেন সেভিয়ার হয়ে ২২২ লিগ ম্যাচ খেলে। খেলেছেন ওসাসুনা ও টেনেরিফের হয়েও।