'বেঁচে আছি, ভালো আছি', মৃত্যুর গুজব ওড়ালেন এই পাকিস্তানি পেসার

নিজের মৃত্যুর গুজব ওড়ালেন পাকিস্তানি পেসার ইরফান। ছবি: এএফপি
নিজের মৃত্যুর গুজব ওড়ালেন পাকিস্তানি পেসার ইরফান। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা ছড়িয়েছে। পাকিস্তানের দীর্ঘদেহী পেসার মোহাম্মদ ইরফান মারা গেছেন গাড়ি দুর্ঘটনায়। তবে পাকিস্তানি পেসার সামাজিক যোগাযোগমাধ্যমেই হাজির হয়ে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মিথ্যা খবর রটায় রীতিমতো ক্ষুব্ধ ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ৩৮ বছর বয়সী এই পেসার।

টুইটারে তিনি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন ও মিথ্যে খবর ছড়ানো হচ্ছে। এসব আমার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের জন্য খুবই বেদনাদায়ক ব্যাপার। আমি এ ব্যাপারে ফোনে মানুষের উৎকণ্ঠার জবাব দিতে দিতে ক্লান্ত। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। আমার কোনো গাড়ি দুর্ঘটনা হয়নি, আমি ভালো আছি, পুরোপুরি সুস্থ আছি।’

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন এই পেসার। তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দীর্ঘদেহী খেলোয়াড় বলা হয়। উচ্চতায় তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ফাস্ট বোলার জোয়েল গার্নারকে। দেশের হয়ে ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। উইকেট তুলে নিয়েছেন যথাক্রমে ১০, ৮৩ ও ১৬টি।