'বিড়াল' জোকোভিচের ভয়ে 'ইঁদুরেরা' আবার গর্তে ঢুকবে

জোকোভিচের সমর্থনের এগিয়ে এলেন ফুটবল তারকা মাতিচ (ডানে)। ফাইল ছবি
জোকোভিচের সমর্থনের এগিয়ে এলেন ফুটবল তারকা মাতিচ (ডানে)। ফাইল ছবি
>জোকোভিচ অন্যায় সমালোচনার স্বীকার বলে ভাবছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাতিচ

সমালোচনার বাণ ছুটছে নোভাক জোকোভিচের দিকে। করোনাভাইরাসের এই সময়ে টেনিস টুর্নামেন্ট আয়োজন করেই থামেননি বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড়। স্বাস্থ্যবিধিকেও দূরে ঠেলে দিয়ে পার্টিসহ আরও অনেক কিছুরই আয়োজন করেছিলেন জোকোভিচ। ফল, জোকোভিচসহ চার টেনিস তারকার করোনায় আক্রান্ত হওয়া। বিব্রত জোকোভিচ ক্ষমাও চেয়ে নিয়েছেন, তবে তাতে অনেকেরই মন গলছে না।

তবে সবাই যে শুধু জোকোভিচের সমালোচনাই করছেন এমন নয়। জোকোভিচের স্বদেশি ফুটবল তারকা নেমানিয়া মাতিচ তো জোকোভিচের হয়ে পাল্টা এক হাত নিলেন সমালোচকদের। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় ভাবছেন জোকোভিচকে অপদস্থ করতে পেরে বেশ মজা পাচ্ছেন টেনিস বিশ্বের 'ইঁদুর'রা, তবে জোকোভিচ আবার যখন কোর্টে ফিরবেন এই ইঁদুররা তাঁর ভয়ে গর্তে লুকানোর জায়গা খুঁজবেন।

সার্বিয়ার এক দৈনিকে খোলা চিঠি লিখে জোকোভিচের পাশে দাঁড়িয়েছেন মাতিচ, 'আমি এগুলোর পরোয়া করি না। খুব তাড়াতাড়িই বিড়ালটা (জোকোভিচ) কোর্টে নামবে, আর ইঁদুরগুলো (সমালোচকেরা) গর্তে লুকোবে।'

ইউনাইটেড মিডফিল্ডার অবশ্য একটু সমালোচনাও করেছেন জোকোভিচের। তবে সেটি জোকোভিচ কেন দুঃখ প্রকাশ করেছেন সে কারণে, 'নোভাকের একমাত্র যে কাজটি আমার ভালো লাগেনি তা হলো ইঁদুরগুলোর কাছে ওর দুঃখ প্রকাশ। সেই ইঁদুর যারা কিনা কোনো কারণ ছাড়াই তাঁর সমালোচনায় মেতেছে। না, নোল (জোকোভিচ), কাজটা ঠিক হয়নি। ওরা শীগগিরই তোমার কাছে দুঃখ প্রকাশ করবে।'

জোকোভিচ ছাড়াও আদ্রিয়া ট্যুর খেলতে গিয়ে করোনা–আক্রান্ত হয়েছেন গ্রিগর দিমিত্রভ, বোরনা করিচ ও ভিক্টর ত্রয়স্কি। সার্বিয়া ও ক্রোয়েশিয়ায় দুটি টুর্নামেন্টে খেলার সময় খেলোয়াড়েরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছেন, আলিঙ্গন করেছেন, একসঙ্গে বাস্কেটবল খেলেছেন, এমনকী নাইটক্লাবে একসঙ্গে নেচেছেনও।