সমস্যা নয়, 'বুড়ো'তেই বার্সেলোনার সমাধান

অভিজ্ঞতাতেই আশা রাখছেন রিভালদো। ছবি: বার্সেলোনা
অভিজ্ঞতাতেই আশা রাখছেন রিভালদো। ছবি: বার্সেলোনা

সোনালি প্রজন্মেই আস্থা রাখছে বার্সেলোনা। একাডেমি থেকে উঠে আসা এক ঝাঁক তারকা বার্সেলোনাকে তাদের ইতিহাসের সেরা সময় এনে দিয়েছিল। একে একে অনেকেই অবসর নিলেও লিওনেল মেসি, জেরার্ড পিকে আর সার্জিও বুসকেটস আছেন এখনো। দলে ভরসা রাখতে পারা সব খেলোয়াড়ের বয়সি ত্রিশ পেরিয়েছে। এভাবে অভিজ্ঞদের ওপর অতি নির্ভরতা বার্সেলোনার বিপদ ডেকে আনবে বলে মনে করেন অনেকে। তবে ক্লাবের সাবেক খেলোয়াড় রিভালদোর ধারণা ভিন্ন।

শুধু মেসি-পিকে-বুসকেটসই নন, বার্সেলোনা দলের প্রাণকেন্দ্রে থাকা লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, আর্তুরো ভিদালদের বয়সও ত্রিশের অন্য দিকটায়। ইভান রাকিটিচ, নেতোও ত্রিশ পেরিয়েছেন। ফলে বয়সের ভারে ন্যুজ্ব হওয়ার দশা বার্সেলোনার। অনেকের ধারণা একাডেমি থেকে উঠে আসা রিকি পুচ ও আনসু ফাতিদের ওপর ভরসা রাখা উচিত বার্সেলোনার। কিন্তু রিভালদোর ধারণা এখনো কৈশোর না পেরোনো ফুটবলারদের চেয়ে অভিজ্ঞরাই বার্সেলোনাকে বেশি কিছু দিতে পারবেন, 'এরা (পুচ ও ফাতি) দলের জন্য গুরুত্বপূর্ণ, দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে ওদের। কিন্তু আমার মনে হয় না ওরা পার্থক্য গড়ে দিতে পারে। এ দায়িত্ব পুরোনােদেরই নিতে হবে। যারা বেশি অভিজ্ঞ এবং এদেরই আরও বেশি চেষ্টা দেখাতে হবে।'

খেলোয়ারদের বয়স বেশি হওয়াকে কোনো সমস্যা মনে করেন না বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড, 'আমি পত্রিকায় পড়ছি, ওদের অধিকাংশ খেলোয়াড়ের বয়স ত্রিশের বেশি কিন্তু আমার মনে হয় না এটা কোনো সমস্যা। হ্যাঁ, বার্সেলোনার খেলায় উন্নতি আনতে হবে, এবং এটা কোচের দায়িত্ব। সেতিয়েনকে একটা সমাধান বের করতে হবে, নতুন কিছু। হাতে যে খেলোয়াড় আছে, সে মানের খেলোয়াড়দের কাজে লাগানোর উপায় বের করতে হবে তাঁকে। গত কয়েক ম্যাচ দেখলে অবশ্যই সবার মনেই উন্নতি হওয়া নিয়ে সন্দেহ জাগবে, কারণ সবাই ভিন্ন এক বার্সেলোনাকে দেখছে।'

লা লিগায় মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দুইয়ে আছে বার্সেলোনা। হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করতে চাইলে নিজেদের উন্নতির সঙ্গে সঙ্গে রিয়াল মাদ্রিদের পা হড়কানোর আশাতে থাকতে হবে বার্সেলোনাকে। রিভালদোরর ধারণা তাঁর প্রিয় 'বুড়ো'রাই বার্সেলোনার ভাগ্য বদলে দেবে, 'আমি বিশ্বাস করতে চাই গত কিছুদিনের বাজে পারফরম্যান্স এই অদ্ভুত সময়ের প্রভাবে হয়েছে। আশা করি আগামী দুই বা তিন ম্যাচেই তাদের খেলায় উন্নতি আনবে।'

বার্সেলোনা বোর্ডও যে এই পথেই চিন্তা করছে সেটা বোঝা যায়। এ কারণেই ২৩ বছরের আর্থুর মেলোর বদলে ৩০ বছরের মিরালেম পিয়ানিচকে আনতে যাচ্ছে তারা।