'হাফিজকে ঘিরে করোনা-নাটক পাকিস্তানের জন্য লজ্জার'

হাফিজের করোনা হয়েছে কি হয়নি, এ নিয়েই দ্বিধায় আছেন অনেকে। ফাইল ছবি
হাফিজের করোনা হয়েছে কি হয়নি, এ নিয়েই দ্বিধায় আছেন অনেকে। ফাইল ছবি

এ যেন শ্রোডিঙ্গারের বিড়াল। আছে কি নেই, এ নিয়ে দ্বিধায় ভুগছেন সুবাই। প্রথমে জানা গেল মোহাম্মদ হাফিজ কোভিড-১৯ পজিটিভ। পরের দিন নিজে পরীক্ষা করিয়ে জানালেন, তিনি করোনায় আক্রান্ত হননি। একদিন পরই আবার চমক। এবার পিসিবি বলছে, না হাফিজের তথ্য ভুল; এই অভিজ্ঞ ক্রিকেটার করোনা আক্রান্ত। একজন জাতীয় ক্রিকেটারকে ঘিরে এমন হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হওয়াকে পাকিস্তানের জন্য অপমানদায়ক মনে হচ্ছে আমির সোহেলের।

একদিকে দুরকম পরীক্ষার ফল মিলেছে, ওদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাফিজের ওপর ক্ষুব্ধ বোর্ডের পরীক্ষায় আস্থা না রাখায়। সাবেক অধিনায়ক আমির সোহেল অবশ্য হাফিজের পক্ষেই সাফাই গাইছেন। তাঁর ধারণা, বোর্ড পুরো বিষয়টা ঠিকভাবে সামলাতে পারেনি, ‘মোহাম্মদ হাফিজের করোনা পরীক্ষার ব্যাপারটা পাকিস্তানের জন্য লজ্জাদায়ক। আমি বুঝতেই পারছি না কীভাবে বোর্ড এত বাজেভাবে ব্যাপারটা সামলানোর চেষ্টা করল।’

পাকপ্যাশনে নিজের ব্লগে আমির প্রশ্ন তুলেছেন বোর্ডের পেশাদারিত্ব নিয়ে, ‘প্রথমত স্কোয়াড ঘোষণা করার পর করোনা পরীক্ষা করা হলো। আবার সবাইকে এক জায়গায় পরীক্ষা না করিয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষা করিয়ে বিভ্রান্তিকর ফল বের করেছে। শুরুতেই দোষারোপ না করে, ওদের উচিত ছিল সবগুলো ফল পরীক্ষা করে দেখা এবং সবাইকে তা জানানোর আগে আরেকবার করোনা পরীক্ষা করানো।’

হাফিজের করোনা পরীক্ষা করা ও সে পরীক্ষার ফল সবাইকে জানানোতেও দোষ দেখছেন না সোহেল, ‘বোর্ড যেখানে তার করোনা হয়েছে জানিয়ে দিয়েছে, এর পর মোহাম্মদ হাফিজ নিজের করোনা পরীক্ষার ফল জানাবে না, এটা কীভাবে আশা করে। সে তো চুক্তিবদ্ধ খেলোয়াড় না যে বোর্ডের নিয়ম মানতে বাধ্য।’