বাজে ফর্মের জন্য কোচকে দুষলেন সুয়ারেজ

প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেও দলকে জেতাতে না পারার দায় কোচের ওপর দিচ্ছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স
প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করেও দলকে জেতাতে না পারার দায় কোচের ওপর দিচ্ছেন সুয়ারেজ। ছবি: রয়টার্স
>

ঘরের মাঠে দুর্দান্ত হলেও প্রতিপক্ষের মাঠে খেই হারিয়ে ফেলছে বার্সেলোনা। কেন হচ্ছে এমন? দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ সরাসরি দুষলেন দলের কোচিং দলকে

সেদিন দুবার গোল করলেন সুয়ারেজ। তাতেও লাভ হল না। সেল্টা ভিগোর সঙ্গে ড্র নিয়েই মাঠ ছাড়তে হল বার্সেলোনাকে। শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে মেসিরা পিছিয়ে পড়লেন আরেকটু।

এমন সমস্যা এই মৌসুমে যে এবারই প্রথম হলো, তা কিন্তু না। প্রতিপক্ষের মাঠে গেলেই যেন জিততে ভুলে যাচ্ছে বার্সেলোনা। লিগে এর মধ্যেই অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা, লেভান্তে, ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছে তাঁরা। ড্র করেছে ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ, এসপানিওল, সেল্টা ভিগো ও সেভিয়ার বিপক্ষে।

পরের মাঠে এমন জঘন্য ফর্মের জন্য সুয়ারেজ সরাসরি দুষেছেন কোচদের, 'আমাদের ফর্ম কেন বাজে? এ জন্য কোচদের জিজ্ঞেস করুন। তাঁরা এসব পরিস্থিতি বিশ্লেষণ করেন। এভাবে প্রতিপক্ষের মাঠে এত বেশি পয়েন্ট আমরা আগের মৌসুমগুলোতে হারাতাম না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট।'

রিয়ালকে পয়েন্ট তালিকার শীর্ষে দেখে বিরক্তই লাগছে সুয়ারেজের, 'এমন ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ খারাপ লাগছে। দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালাম আমরা। আমাদের এখন হাতে থাকা বাকি সব ম্যাচ জিততে হবে ও অপেক্ষা করতে হবে যেন রিয়াল পয়েন্ট হারায়। এটা বেশ বিরক্তিকর একটা অনুভূতি।'