করোনামুক্ত হলেন নাফিস

পরিবারের সঙ্গে নাফিস ইকবাল। ছবি: ফেসবুক
পরিবারের সঙ্গে নাফিস ইকবাল। ছবি: ফেসবুক

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। চট্টগ্রামে নাফিসের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা, দুই সন্তান ও গৃহকর্মী। সবাই এখন করোনামুক্ত। কাল রাতে নাফিস নিজেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ও তাঁর পরিবারের সদস্যদের গত ১৩ জুন করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই। শুরুতে মা নুসরাত ইকবাল খানকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও সময়ে সঙ্গে সেটা কেটে গেছে।

গতকাল করোনা থেকে মুক্তি মিলেছে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের। নাজমুলের মা ও বাবারও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

১০ দিন আগে নাজমুলের সঙ্গে একই দিনে করোনা ধরা পড়ে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। দুইদিন পর করোনা ধরা পড়ে মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার। জানা গেছে, দুজনই এখন সুস্থ আছেন। তবে করোনা থেকে মুক্তি মিলেছে কিনা, সেটি জানা যাবে আরেকবার নমুনা পরীক্ষার পর।