উইকসের গল্পগুলো মনে পড়ছে টেন্ডুলকারের

উইকসের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত
উইকসের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

স্যার এভারটন উইকস শুধু ওয়েস্ট ইন্ডিজের নয় ক্রিকেট বিশ্বেরই কিংবদন্তি। তাঁর গল্প কিংবা ‘থ্রি ডব্লিউ’র গল্প শুনে বড় হয়েছেন অনেক ক্রিকেটার। এখন সেসবেরই স্মৃতিচারণা চলছে। কাল উইকস ৯৫ বছর বয়সে মারা যাওয়ার পর শোক জানাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

উইকসের গুণমুগ্ধদের একজন শচীন টেন্ডুলকারও। ক্যারিবীয় কিংবদন্তির গল্প শুনে বড় হয়েছেন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক টেন্ডুলকার উইকসের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেন, ‘স্যার এভারটন উইকস আর নেই! তার ব্যাটিং এবং বাকি দুই কিংবদন্তি ডব্লিউর অনেক গল্প শুনেছি। আপনাকে মনে পড়বে, স্যার। শান্তিতে ঘুমোন।’

স্যার ফ্রাঙ্ক ওরেল, স্যার ক্লাইড ওয়ালকট ও উইকসকে একসঙ্গে ‘থ্রি ডব্লিউস’ বলা হয়। পঞ্চাশের দশকে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বসেরা মিডলঅর্ডার ব্যাটসম্যান ছিলেন এই তিন কিংবদন্তি। তাঁদের শেষ জন কাল চলে যাওয়ার পর ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আর্থারটন টুইট করেন, ‘স্যার এভারটন উইকসের চলে যাওয়ায় খারাপ লাগছে। একজন বিনয়ী মানুষ যিনি গ্রেটনেসক বড় করে দেখতেন না।’

ওয়েস্ট ইন্ডিজের আরেক কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসের টুইট, ‘বিশ্বাসই হচ্ছে না স্যার এভারটন উইকস আর নেই। তার পরিবার ও বন্ধুদের প্রতি সহমর্মিতা জানাই। তিনি আমাদের দেশের অন্যতম সেরা ক্রিকেটার। সত্যিকারের আইকন। শান্তিতে ঘুমান, কিংবদন্তি।’