সেই ভিডিও কেলেঙ্কারি পিছু ছাড়ছে না বেনজেমার

ফ্রান্সের জার্সিতে দিন ফুরিয়েছে করিম বেনজেমা ও ম্যাথু ভালবুয়েনার। ছবি: টুইটার
ফ্রান্সের জার্সিতে দিন ফুরিয়েছে করিম বেনজেমা ও ম্যাথু ভালবুয়েনার। ছবি: টুইটার

করিম বেনজেমা ফ্রান্সের জার্সিকে আনুষ্ঠানিক বিদায় বলেননি। গত বছর একবার বলেছিলেন, ফ্রান্সের হয়ে তাঁর খেলার দিন ফুরিয়েছে। কারণটা ফুটবলপ্রেমীদের অজানা নয়।

প্রায় পাঁচ বছর আগে ফ্রান্সের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাথু ভালবুয়েনার ঘনিষ্ঠ অবস্থার এক ভিডিও নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাঁর ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেছিল দুষ্কৃতিকারীরা। ভালবুয়েনাকে টাকাটা দিয়ে দেওয়ায় জোরাজুরি করেছিলেন বেনজেমা। এরপর থেকেই সন্দেহটা তাঁর ওপর চলে যায়।

ঘটনাটি নিয়ে মামলা হয়েছিল। বেনজেমা নিষিদ্ধও হয়েছিলেন। ২০১৫ অক্টোবর এর পর ফ্রান্সের হয়ে আর খেলার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ তারকা। এবার নতুন মোড় নিল বেনজেমার সেই কেলেঙ্কারির ঘটনা। কাল ভার্সাই কৌসুলি অফিস জানিয়েছে 'প্রতারণার মতো কুকর্মের চেষ্টায়' জড়িত থাকায় বেনজমাকে বিচারের আওতায় আনার আবেদন করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন তাঁরা।

আরও চারজনকে বিচারের আওতায় নিয়ে আসতে চায় কৌসুলির অফিস। তবে সাবেক স্ট্রাইকার জিব্রিল সিসে এর মধ্যে নেই। আগের তদন্তে লিভারপুল, লাৎসিও ও মার্শেইয়ের সাবেক এই তারকার জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কৌসুলিরা আবারও বিচারের আবেদন করায় বিষয়টি এখন নির্ভর করছে আদালতের ওপর। বিচারপ্রক্রিয়া শুরু হবে কি না সে সিদ্ধান্ত আদালতের।

কৌসুলিদের মতে, ২০১৫ সালে ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হওয়া আর্মেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে ভিডিওটা সম্পর্কে ভালবুয়েনাকে জানান বেনজেমা। তবে রিয়াল তারকার ভাষায়, ভিডিওটি যে আছে সে নিয়ে ভালবুয়েনাকে বন্ধুত্বপূর্ণভাবে সতর্ক করেছিলেন তিনি। কিন্তু ভালবুয়েনার দাবি ছিল, ওই আলাপে টাকা দেওয়ার ব্যাপারে পরোক্ষ ইঙ্গিত ছিল। ভিডিওটি নিয়ে ভালবুয়েনাকে প্রথম সতর্ক করেছিলেন সিসে।

২০১৫ সালে এ জন্য গ্রেপ্তারও হয়েছিলেন ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ড। জাতীয় দলে ৮১ ম্যাচ খেলা বেনজেমা তারপর থেকে ফরাসি জার্সিতে ব্রাত্য হয়ে আছেন। কোচ দিদিয়ের দেশমের সুনজরে আসতে পারেননি। তাঁকে ছাড়াই ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। ফ্রান্সের হয়ে ৫২ ম্যাচ খেলা ভালবুয়েনাও এরপর জাতীয় দলে আর সুযোগ পাননি। এদিকে শোনা যাচ্ছে, বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলতে আসতে পারেন ভালবুয়েনা।