ফ্লাওয়ারের গলায় ছুরি, মুখ খুলতে নারাজ পিসিবি ও ইউনিস

সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করে চান না ইউনিস খান। ফাইল ছবি
সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারের অভিযোগের বিরুদ্ধে মন্তব্য করে চান না ইউনিস খান। ফাইল ছবি
>পিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও পিসিবির এক কর্মকর্তা বলছেন, মজা করেই গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস খান

গতকাল পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার বোমা ফাটান পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিক ইউনিস খানের বিরুদ্ধে অভিযোগ তুলে। একবার নাকি ব্যাটিং পরামর্শ দেওয়ায় ইউনিস ফ্লাওয়ারের গলায় ছুরি ধরে বসেন। সেই ইউনিস এখন পাকিস্তানের ব্যাটিং কোচ। দল এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছে।

দেশটির ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানকে নিয়ে এমন অভিযোগে অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ও জাতীয় দলের কেউই মন্তব্য করতে রাজি না। বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি এই বিষয়ে মন্তব্য করতে চাননি।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিসিবির এক কর্মকর্তা। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইউনিস নাকি মজা করেই ফ্লাওয়ারের গলায় ছুরি ধরে বসেন। পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘ফ্লাওয়ারের কথা যেভাবে তুলে ধরা হয়েছে সেটা পুরোপুরি সত্যি নয়। ইউনিস মজা করে মাখনের ছুরি তুলে বলেছিলেন, “আমাকে এখন ব্যাটিংয়ের জ্ঞান না দিয়ে নাশতা শেষ করতে দাও”।’

সূত্র থেকে জানা গেছে, ফ্লাওয়ারের অভিযোগের বিরুদ্ধে নাকি ইউনিস কিছু বলতে চান না। তবে সাবেক পাকিস্তানি কোচদের দলের ভেতরের কথা ফাঁস করাকে দুঃখজনক মনে করছেন তিনি, ‘তাঁরাও যেকোনো ঘটনায় লবণ-মরিচ মিশিয়ে খবরের শিরোনামে জায়গা পেতে চান।’

ফ্লাওয়ার প্রায় পাঁচ বছর পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন। ফ্লাওয়ার চলে যাওয়ার পর পাকিস্তানের ইংল্যান্ড সফরের জন্য ব্যাটিং কোচ হতে রাজি হয়েছিলেন টেস্টে ১০ হাজার রানের মালিক ইউনিস।