বেয়ারস্টো-মঈনকে ছাড়াই ইংল্যান্ড দল

ইংল্যান্ডের টেস্ট দলে নেই বেয়ারস্টো-মঈন আলী। ফাইল ছবি
ইংল্যান্ডের টেস্ট দলে নেই বেয়ারস্টো-মঈন আলী। ফাইল ছবি

আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হচ্ছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা হয়নি উইকেটকিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো এবং অলরাউন্ডার মঈন আলীর।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে বাজে ফর্মের কারণে বাদ পড়েন জনি বেয়ারস্টো। ওই অ্যাশেজের প্রথম টেস্টের পর দল থেকে ছিটকে যান মইন আলীও। দুজনের কারও পারফরম্যান্সই এখন পর্যন্ত সন্তুষ্ট করতে পারেনি নির্বাচকদের। তাই দলের বাইরেই থাকতে হচ্ছে দুজনকে।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন ইংল্যান্ডের নিয়মিত টেস্ট অধিনায়ক জো রুট। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস। দক্ষিণ আফ্রিকা সফরের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন রোরি বার্নস, চোট সেরে তিনিও ফিরেছেন। তাকে হয়তো ওপেন করতে দেখা যেতে পারে ডম সিবলির সঙ্গে। তিন ও চার নম্বরে ব্যাট করতে পারেন জ্যাক ক্রলি ও ডেনলি। এরপরই আসতে পারেন ওলি পোপ ও স্টোকস। জস বাটলার থাকবেন উইকেটের পেছনে। তাঁর ব্যাকআপ হিসেবে থাকবেন বেন ফোকস।

জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড, জফরা আর্চার, আম্ররক উডের সঙ্গে পঞ্চম পেসার হিসেবে থাকছেন অলরাউন্ডার ক্রিস ওকস।

করোনাকালে অনেক দিন ক্রিকেট মাঠে ফিরছে এই টেস্ট দিয়ে। খেলোয়াড়েরা অনেক দিন খেলার মধ্যে নেই। চোট পাওয়ার শঙ্কা তাই বেশি। এটা ভেবে ৯ ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে রেখেছে ইংল্যান্ড। আগামী বুধবার সাউদাম্পটনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ: জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ওলি রবিনসন ও ওলি স্টোন।