মেসির দলবদলের কোনো তথ্য নেই সেতিয়েনের কাছে

বার্সা কোচ সেতিয়েনের সঙ্গে মেসি। ফাইল ছবি
বার্সা কোচ সেতিয়েনের সঙ্গে মেসি। ফাইল ছবি
>মেসির বার্সেলোনা ছাড়ার কোনো খবর জানা নেই কিকে সেতিয়েনের। মেসিকে অনুশীলনে ভালোই দেখেছেন তিনি।

সত্যি কি লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন? কদিন ধরেই গণমাধ্যমে উড়ে বেড়ানো এই প্রশ্নে অবশেষে মুখ খুললেন বার্সা কোচ কিকে সেতিয়েন। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে সই করতে মোটেও আগ্রহী নন মেসি, ক্লাবে নাকি ভালো নেই এই আর্জেন্টাইন তারকা। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনায় বিরক্ত মেসি। এমন সব খবরে বার্সা–সমর্থকদের হতাশা দূর করতেই এগিয়ে এলেন সেতিয়েন।

সেতিয়েন জানিয়েছেন, ন্যু ক্যাম্পে মেসি বেশ ভালো আছেন। তাঁর দল ছেড়ে যাওয়ার খবর গুজব ছাড়া কিছুই না। কাল সংবাদ সম্মেলনে সেতিয়েন বলেন, ‘আমি এটা নিয়ে অনুমাননির্ভর কিছুই বলতে চাই না। এ বিষয়ে তার কাছ থেকে কিছুই শুনিনি। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কল্পনাপ্রসূত কিছু বলতে চাই না। এটা আমার কাজও নয়।’


কিছুদিন আগে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন মেসি। কিন্তু অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ঘরের মাঠে ওই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। এই ড্রয়ে লা লিগার শিরোপা স্বপ্নে ধাক্কা লেগেছে বার্সেলোনার। প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখনো ৪ পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট বার্সার। রিয়ালের সমান ম্যাচে ৭৪ পয়েন্ট।


লা লিগার বার্সেলোনার পরের ম্যাচ আগামীকাল। ভিয়ারিয়ালের সঙ্গে মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ নিয়েই মেসির সব ভাবনা, জানালেন কোচ, ‘তাকে ক্লাবে বেশ ভালো দেখাচ্ছে। বাকিটা গুজব, যার মধ্যে আমি যেতে চাই না। অনুশীলনে তাকে আমি ভালোই দেখেছি। নিয়মিত যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি, সেগুলো নিয়েই কথা হয়েছে। এর বাইরে কিছু নেই। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, সেটা নিয়েই সচেতন মেসি। বয়স তার কাছে কোনো বিষয়ই নয়। আমি তাকে আগের মতোই দেখি।’