মাশরাফির স্ত্রীও এবার কোভিড পজিটিভ

স্ত্রী সুমনা হক ও সন্তানের সঙ্গে মাশরাফি। ছবি: প্রথম আলো
স্ত্রী সুমনা হক ও সন্তানের সঙ্গে মাশরাফি। ছবি: প্রথম আলো

করোনাভাইরাস পিছু ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজার পরিবারের। প্রথমে তাঁর শ্বাশুড়ি ও এক নিকট আত্মীয়া, এরপর তিনি নিজে এবং ছোট ভাই করোনা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ খবর হলো কোভিড–১৯ পজিটিভ হয়েছেন মাশরাফির স্ত্রী সুমনা হকও।

আজ মঙ্গলবার নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফির পরিবারের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নড়াইলবাসীকে রক্ষায় শুরু থেকেই তৎপর ছিলেন মাশরাফি। কিন্তু গত ২০ জুন তিনি নিজেই করোনা পজিটিভ রিপোর্ট পান। দুই দফা নমুনা পরীক্ষা করেও নেগেটিভ হননি মাশরাফি। আগামীকাল আরও একবার টেস্ট করার কথা তাঁর। এর মধ্যেই পেলেন স্ত্রীর করোনা আক্রান্তের খবর। বাসায়ই চিকিৎসা চলছে তাদের।

এ দিকে গত রোববার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাশরাফি সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, তিনিসহ পরিবারের সদস্যরা ভালো আছেন। মাশরাফির আহ্বানে আজ বুধবার থেকে লোহাগড়া পৌর এলাকায় লকডাউন পালিত হচ্ছে।