চার দিনের টেস্টের বিপক্ষে অবস্থান সৌরভের

পাঁচ দিনের টেস্টকে সেরা বলছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি
পাঁচ দিনের টেস্টকে সেরা বলছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি
>চার দিনের টেস্ট চালুর বিপক্ষে সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ও এখন বিসিসিআই প্রধান সৌরভ টিকিয়ে রাখতে চান পাঁচ দিনের টেস্টকে

আইসিসির চার দিনের টেস্ট নিয়মিত আয়োজন করার প্রস্তাব বড় ধাক্কা খেল। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি যে চার দিনের টেস্টের বিপক্ষে। ঠাসা ক্রিকেট সূচির মধ্যে আরও বেশি ম্যাচ আয়োজন করার জন্যই চার দিনের টেস্টের প্রস্তাব দিয়েছে আইসিসি। ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া আট বছরের নতুন চক্রে ধারণাটা বাস্তবায়ন করতে চায় বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে দুটি চার দিনের টেস্ট হয়েছে। যার একটিতে দক্ষিণ আফ্রিকা খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, অন্যটিতে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই প্রধান সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি চার দিনের টেস্টের ভক্ত নন। বিসিসিআই নির্মিত এক ভিডিও অনুষ্ঠানে আজ সৌরভ জানালেন পাঁচ দিনের টেস্টের জন্য তাঁর পক্ষপাতের কথা, ‘আমি চার দিনের টেস্টের বড় ভক্ত নই। কারণ, বেশির ভাগ ম্যাচেই তো শেষ হবে না। চার দিনের ম্যাচের মেজাজ অন্যরকম হবে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি পাঁচ দিনের টেস্ট নিয়ে খামখেয়ালির কোনো মানে নেই। আমার কাছে পাঁচ দিনের টেস্টই সবচেয়ে কঠিন ও সবচেয়ে সেরা।’

গুঞ্জন আছে আইসিসির শূন্য চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করতে পারেন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক। চার দিনের টেস্টের ধারণার বিরোধী হলেও সৌরভ দিবারাত্রি টেস্ট বেশি বেশি আয়োজনের পক্ষে। গত নভেম্বরে সৌরভের আগ্রহেই কলকাতায় বাংলাদেশ-ভারতের টেস্টটি দিবারাত্রির হয়েছিল। তিন দিনের কম সময়ে শেষ হলেও ইডেন গার্ডেনে প্রচুর দর্শক হয়েছিল। সৌরভ উদাহরণ দিলেন সেটিরই, ‘দর্শকের কথা মাথায় রেখে প্রতিটি টেস্ট সিরিজে অন্তত একটি দিবারাত্রির ম্যাচ থাকা উচিত। আমরা কলকাতায় গোলাপি টেস্ট খেলেছি। আমার মনে এটা ভারত-বাংলাদেশের অন্য যে কোনো ম্যাচের মতো হলে ১০ ভাগের এক ভাগ দর্শক হতো।’

ওই ম্যাচে তিন দিনে প্রায় দেড় লাখ দর্শক এসেছিলেন।