বিশ্ব ক্রিকেটের স্বার্থে দল নিয়ে ইংল্যান্ডে যেতে চান ল্যাঙ্গার

অস্টেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ফাইল ছবি
অস্টেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। ফাইল ছবি
>ক্রিকেটের বৃহত্তর স্বার্থে অস্ট্রেলীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ বলে মনে করেন কোচ জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলীয় ক্রিকেটারদের আইপিএলেও খেলা উচিৎ বলে ভাবছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের স্বার্থে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ডে যাওয়া উচিৎ বলে মনে করেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অস্ট্রেলীয় ক্রিকেটারদের আইপিএল খেলার ছাড়পত্র দিতেও পরামর্শ দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)।

করোনাভাইরাস এখনো একরকম পঙ্গু করে রেখেছে পুরো বিশ্বকে। স্বাস্থ্য ঝুঁকি এখনো কমেনি। এমন পরিস্থিতির মধ্যেই ল্যাঙ্গার আজ ক্রিকেটকে বাঁচাতে অস্ট্রেলিয়াকে ভুমিকা রাখতে বললেন। নিউজ কর্প অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার প্রধান কোচ বললেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই ত্যাগ স্বীকার করতে হবে তাঁদের, 'আমার ব্যক্তিগত মত হলো আমাদের (ইংল্যান্ডে) যাওয়া উচিৎ। বেশ কিছু কারণেই আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিৎ। জানি অনেক প্রতিবন্ধকতা আছে তবু আমাদের উচিৎ এসব সমস্যার সমাধান খুঁজে বের করা যাতে সফরটা হতে পারে।'

আগের সূচি অনুযায়ী এ মাসেই সীমিত ওভারের ম্যাচ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার। স্থগিত হয়ে গেছে তা। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেষ্টা করছে আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড সফরে রাজি করাতে। আর্থিক সংকটে পড়া ক্রিকেট অস্ট্রেলিয়াও চাচ্ছে ক্রিকেট ফেরাতে। তবে বোর্ডটির চোখ বছর শেষের ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়েই। আর্থিক সংকটে ভোগা সিএ যদি তাতে দুরবস্থা কাটিয়ে উঠতে পারে।

লাঙ্গার বললেন ভারতের সঙ্গে তো বটেই খেলা উচিৎ ইংল্যান্ডের সঙ্গেও, 'বিশ্ব ক্রিকেটের স্বার্থেই আমাদের ইংল্যান্ডে যাওয়া উচিৎ। ভারত এখানে (অস্ট্রেলিয়া) আসুক, এটা আমরা যেভাবে মনেপ্রাণে চাচ্ছি পারলে ইংল্যান্ড সফর নিয়েও আমাদের সেরকম মনোভাব দেখানো উচিৎ।'

ভারত যেন অস্ট্রেলিয়ায় যায় সেটি নিশ্চিত করতে আইপিএলের জন্য অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের ছেড়ে দিতেও পরামর্শ দিয়েছেন ল্যাঙ্গার, 'আমি মনে করি আমাদের এটা করতে হবে। কোনো দ্বিধা ছাড়াই বলছি। আইপিএল কখন হবে না হবে তা নিয়ে দুদিন পরপরই নানা কথা শোনা যাচ্ছে। যেগুলোর বেশিরভাগই পরষ্পরবিরোধী। তাই সবকিছু ঠিক হওয়ার আগেই আমাদের ভাবতে হবে আইপিএল আমাদের ঘরোয়া ক্রিকেটে, খেলোয়াড়দের ওপর কতটা প্রভাব ফেলতে পারে। ভাবতে কোয়ারেন্টিন ও আরও অনেক কিছু নিয়ে।'

করোনাভাইরাসের কারণে ১১৭ দিন নির্বাসনে থাকার পর গতকাল থেকে আবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।