স্টোকসের জার্সিতে তাঁর নাম, বিস্মিত ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার

বেন স্টোকস। ছবি: এএফপি
বেন স্টোকস। ছবি: এএফপি
বেন স্টোকসের জার্সিতে নিজের নাম দেখে অভিভূত ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার।


ইংলিশ ক্রিকেটাররা করোনাভাইরাসের সময় কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষকদের অভিনব পন্থায় সম্মান জানাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে ইংলিশ ক্রিকেটারদের অনুশীলন জার্সিতে লেখা থাকছে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষকদের নাম। করোনার বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে 'রেইজ দ্য ব্যাট' নামে প্রচারণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের অনুশীলন জার্সির পেছনে যেমন এক ভারতীয় বংশোদ্ভুত ডাক্তার 'বিকাশ কুমার' এর নাম লেখা। এই ডাক্তার ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) কাজ করে থাকেন। স্টোকসের জার্সিতে নিজের নাম দেখে এই ভারতীয় ডাক্তার সম্মানিত অনুভব করছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছেন, 'আমি অভিভূত হয়ে গিয়েছিলাম স্টোকসের জার্সিতে আমার নাম দেখে। এই সময়টা আমাদের সবার জন্য খুবই কঠিন ছিল। এনএইচএসের কর্মচারীরা অনেক ত্যাগ স্বীকার করেছে গত কয়েক মাসে। ভারতে আমার ডাক্তার বন্ধুরাও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।'

স্টোকসের জার্সিতে সেই ডাক্তারের নাম। ছবি: টুইটার
স্টোকসের জার্সিতে সেই ডাক্তারের নাম। ছবি: টুইটার

বিকাশ আবার একজন পাঁড় ক্রিকেটভক্ত। ছাত্র থাকা অবস্থায় পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলতেন তিনি, 'আমি একজন ক্রিকেট ভক্ত ছিলাম। আমার মেডিকেল কলেজের হয়ে ক্রিকেট খেলতাম। কিন্তু আমার পরিবার আমাকে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছিল। আমার ভাই ডাক্তার। আমিও সেই পথেই হেঁটেছি।'