সাঙ্গাকারার চেয়ে 'ভালো টেকনিক' - এমন ভক্তে মুগ্ধ বাবর আজম

বাবর আজম। ছবি: রয়টার্স
বাবর আজম। ছবি: রয়টার্স

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যাটিংয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যা দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। যার ব্যাটিংয়ের ভিডিও, সেই সামিয়া আফসারের বয়স মাত্র আট বছর। তবে এই বয়সেই ‘তারকা ভক্তে’র সংখ্যা বেড়ে চলেছে পাকিস্তানের মেয়ের। শুধু সাঙ্গাকারাই নন, সামিয়ার ব্যাটিংয়ে এবার মুগ্ধ হয়েছেন বাবর আজমও।

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক ও সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল এই ব্যাটসম্যান বর্তমানে ইংল্যান্ড সফরে ব্যস্ত। কিন্তু পাকিস্তানের খুদে ক্রিকেটারের ব্যাটিংয়ের ভিডিও দেখে তাকে অনলাইনে কিছু টিপস দিয়েছেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সামিয়ার ব্যাটিংয়ের ভিডিও দেখে মুগ্ধ কুমার সাঙ্গাকারা টুইট করেছিলেন, ‘এই ছোট্ট ক্রিকেটার কীভাবে এত দারুণ খেলে, তা বুঝতেই পারছি না! এই বয়সেই আমার চেয়ে ওর টেকনিক অনেক ভালো! ক্রিকেটে এত দারুণ প্রতিভা দেখতে এত ভালো লাগে!’

সেই সামিয়ার সঙ্গে এবার বাবরের কথা বলার সুযোগ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামিয়া এমনিতেই বাবরের ভক্ত। ভিডিও কনফারেন্সে সামিয়ার কথা মন দিয়ে শুনেছেন বাবর। এরপর সামিয়ার ব্যাটিংয়ের বেশ কিছু টেকনিকের খুঁত ধরিয়ে দিয়েছেন। আরও ভালো খেলার কৌশল শিখিয়েছেন।

সামিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন বাবর আজম। ছবি সংগৃহীত।
সামিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছেন বাবর আজম। ছবি সংগৃহীত।

বাবরের প্রশংসায় পঞ্চমুখ সামিয়া বলেছে, ‘আমি বাবর আজমের সবচেয়ে বড় ভক্ত। তাঁর মতো ব্যাটসম্যান হতে চাই। সুপারহিরোর মতো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। দলকে যে কোনো সমস্যা থেকে দূরে রাখছেন। তিনি ছেলেদের দলের জন্য যা করছেন, একদিন আমিও সেভাবে মেয়েদের দলে সেটা করতে চাই।’

সামিয়ার সঙ্গে কথা বলে ভীষণ খুশি বাবরও। এমন একজন সমর্থককে দেখে আরও ভালো খেলতে প্রেরণা পান বাবর, ‘সমর্থক যে কোনো খেলায় একটা গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা সব সময় আমাদের প্রেরণা জোগান। যখন দেখি বিশেষ কিছু মানুষ পেছন থেকে আমাদের সাফল্যের জন্য শুধুই প্রার্থনা করেন তখন ম্যাচ জেতানোর মতো খেলতে বেশি করে উৎসাহ আসে।’

সাত সমুদ্র তেরো নদী দূরে বসে সামিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন বাবর। তবে দেশে ফেরার পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেখা করতে চান সামিয়ার সঙ্গে, ‘সামিয়ার সঙ্গে কথা বলাটা খুব আনন্দের ছিল। ও একজন মহাতারকা। যেভাবে সে ব্যাট করে সেটা অসাধারণ। একজন ভালোমানের ব্যাটার হওয়ার সব সম্ভাবনা ওর মধ্যে আমি দেখেছি। করোনা পরিস্থিতি ভালো হলে ওর সঙ্গে আমি দেখা করব।’