'ইতিহাস' ভুলে ইতিহাস গড়ার হাতছানি হোল্ডারদের

সিরিজ জিততে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ফাইল ছবি
সিরিজ জিততে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ফাইল ছবি
>ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টটা জিতলেই ৩২ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ।

'ইতিহাস' নিয়ে পড়ে থেকো না, 'ইতিহাস' গড়ার দিকে মনোযোগ দাও।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে শিষ্যদের এই বার্তাই দিলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। সাউদাম্পটনে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ম্যাচটিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সিমন্সের ওয়েস্ট ইন্ডিজ। আজ থেকে শুরু ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতলে তো একরকম ইতিহাসই গড়বে ক্যারিবীয়রা। সেই ১৯৮৮ সালের পরে ইংল্যান্ডের মাটিতে যে আর টেস্ট সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলে তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যাবে জেসন হোল্ডাররা।

সিমন্স জানেন প্রথম টেস্টের সাফল্যের কথা আসবেই খেলোয়াড়দের মনে। ক্যারিবীয় কোচের ভয় তাতে আবার না হিতে বিপরীত হয়, খেলোয়াড়েরা না আবার আত্মতুষ্টিতে ভুগতে থাকেন। তাই স্পষ্টই বলে দিলেন, যা হয়েছে, তা নিয়ে না ভেবে ভবিষ্যৎ নিয়ে ভাবতে, 'ওটা আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। কারণ, ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের রান তাড়া করতে কেউ চায় না। এখন আমাদের আত্মতুষ্টিতে বাঁধ দিয়ে প্রথম টেস্টের আগে যা করেছি, তা–ই করতে হবে। ওই টেস্ট এখন ইতিহাস। বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত কী করব, তা নিয়ে এখন আমাদের ভাবতে হবে।'

'ইতিহাস' নিয়ে কথা বললেন জেসন হোল্ডারও। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাল বললেন ইতিহাস নিয়ে আপাতত ভাবছেন না তাঁরা, 'আমি ছেলেদের কাছে ইতিহাসের কোনো প্রসঙ্গই তুলিনি। প্রথম টেস্ট ম্যাচটি জিতে পাজলের একটি অংশই মাত্র মিলিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আগ বাড়িয়ে কিছু ভাবার দরকার নেই।'

তবে হোল্ডার স্বীকার করলেন সাউদাম্পটনে তাঁদের সাফল্য করোনার এই সময়ে একটু হলেও হাসি ফুটিয়েছে ক্যারিবীয় মানুষের মুখে, 'এই কোভিড জিনিশটা পুরো বিশ্বকেই মনমরা করে ফেলেছে। আমি জানি ক্রিকেটের মতো কিছুই শুধু ক্যারিবিয়ানের মানুষকে এক সুতোয় বাঁধতে পারে। এটা জেনে সত্যিই ভালো লাগছে যে এখন পর্যন্ত ক্যারিবিয়ানের অনেকে মানুষকে একটু হলেও খুশি করতে পেরেছি। তাঁদের মন আরও বেশি পেতে হলের সিরিজ জিততে হবে।'