নাসিমের স্বপ্নের হ্যাটট্রিকে আছেন যে তিন ব্যাটসম্যান

নিজের স্বপ্নের হ্যাটট্রিকের কথা জানালেন নাসিম শাহ। ফাইল ছবি
নিজের স্বপ্নের হ্যাটট্রিকের কথা জানালেন নাসিম শাহ। ফাইল ছবি
>

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা বোলার নাসিম এই সময়ের অন্যতম সেরা তিন ব্যাটসম্যানকে আউট করে পেতে চান স্বপ্নের হ্যাটট্রিক

টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডটা গত ফেব্রুয়ারিতেই নিজের করে নিয়েছেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার নাসিম শাহ। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের নাজমুল হোসেন, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহকে টানা তিন বলে আউট করে কীর্তিটা গড়েন ১৭ বছর বয়সী নাসিম। সেই নাসিম এবার জানিয়ে দিলেন তাঁর 'স্বপ্নের হ্যাটট্রিকের' কথা। জানালেন কোন কোন ব্যাটসম্যানকে আউট করে পাবেন সেই হ্যাটট্রিক।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক নাসিমের। করোনা বিরতির আগে চারটি টেস্ট খেলে ফেলা সেই নাসিম জানালেন ভারতের রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের জো রুটকে টানা তিন বলে আউট করেই নিতে চান স্বপ্নের হ্যাটট্রিকের স্বাদ। আইসিসি কি বিশ্ব একাদশ বানিয়ে সুযোগটা দেবে নাসিমকে?

কেন রোহিত–স্মিথ–রুটদের বেছে নিয়েছেন সেই ব্যাখ্যা দিয়েছেন নাসিম। ভারতের রোহিতকে রেখেছেন তাঁর সব ধরনের শট খেলার সক্ষমতার জন্য, 'শর্ট বল হোক কী গুড লেংথ বল, সব ধরনের ডেলিভারি খুব ভালো খেলতে পারেন তিনি। তাঁর রেকর্ডই তাঁর হয়ে কথা বলে। তাঁর উইকেট পাওয়াটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।'

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথকে নাসিমের পছন্দ তাঁর ব্যতিক্রমী টেকনিকের জন্য, 'স্টিভ স্মিথের খুব অপ্রথাগত ব্যাটিং টেকনিক। তাঁকে আউট করাটা দারুণ ব্যাপার হবে্ আমার জন্য। তাঁকে বল করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তাঁর উইকেট নেওয়াটা খুব ভালো অভিজ্ঞতা হবে। মনে রাখতে হবে কেমন ফর্মে আছেন তিনি।'

এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এই বিবেচনাতেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটকে রেখেছেন নাসিম, 'জো রুটের কথা কী বলব। কী খেলোয়াড়, কী দারুন খেলেন। ওনাকে আউট করাটাও খুব কঠিন কাজ। এজন্যই তাঁকে রেখেছি তালিকায়।'

রুটকে আউট করার সুযোগ খুব তাড়াতাড়িই পেয়ে যাচ্ছেন নাসিম। টেস্টে ও টি–টোয়েন্টি খেলতে পাকিস্তান যে এখন ইংল্যান্ডে। রোহিত ও স্মিথকে আউট করার সুযোগ পেতে একটু অপেক্ষায় করতে হবে নাসিমকে। পাকিস্তানের সঙ্গে আপাতত যে কোনো খেলা নেই ভারত ও অস্ট্রেলিয়ার।