টাকার অভাবে তারকা কিনবে না রিয়াল

বর্তমান খেলোয়াড়েই আস্থা রাখছেন পেরেজ। ছবি: এএফপি
বর্তমান খেলোয়াড়েই আস্থা রাখছেন পেরেজ। ছবি: এএফপি

এক সময় ক্লাব ফুটবলে দলবদলের বিশ্ব রেকর্ড মানেই তাতে জড়িত থাকত রিয়াল মাদ্রিদের নাম। এক বছরের ব্যবধানে লুইস ফিগো ও জিনেদিন জিদানকে কেনা এই দল একই মৌসুমে কাকা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনেছে। নিজেদের দলবদলের সে রেকর্ড আবার ভেঙেছে গ্যারেথ বেলকে কিনে। সেই রিয়াল মাদ্রিদ কি না অর্থাভাবে এবার কোনো তারকাকে না আনার ঘোষণা দিয়ে রাখছে আগেভাগেই!

গতকাল ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপা বুঝে নিয়েছে রিয়াল। জয়ের আনন্দে মাঠে নেমে এসেছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এক টিভির সঙ্গে কথোপকথনে আনন্দ প্রকাশ করছিলেন। সেই সাক্ষাতকারেই ভবিষ্যত পরিকল্পনা জিজ্ঞেস করা হয়েছিল তাঁকে। নতুন তারকা এনে 'গ্যালাকটিকো' সৃষ্টির জন্য বিখ্যাত ব্যাক্তিটিই এই মৌসুমে তারকা আনার বিপক্ষে, 'না (এ মৌসুমে কোনো বড় দলবদল হবে না)। বর্তমান পরিস্থিতি খুব কঠিন (করোনার ফলে সৃষ্ট আর্থিক সংকট)। খেলোয়াড়দের বেতন কম নিতে বলে আবার আবার নতুন দলবদলে অর্থ ব্যয় করা ঠিক না। এটা (বড় তারকা আনা) পরেও করা যাবে। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, মাদ্রিদ আবারও সেরাদের কিনবে।'

২০১৪ সালে গ্যারেথ বেল ও ২০১৫ তে হামেস রদ্রিগেজকে আনার পর দলবদলে একটু চুপচাপ সময় কাটিয়েছে রিয়াল। তবে গত মৌসুমে এডেন হ্যাজার্ডের পেছনে শর্ত সাপেক্ষে ১৩০ মিলিয়ন ইউরোসহ ৩০০ মিলিয়ন ইউরোর দলবদল করেছে তারা। আর কিলিয়ান এমবাপ্পের প্রতি জিদান ও পেরেজের আগ্রহ তো বহুদিনেরই। ফলে আবারও গ্যালাকটিকো যুগ ফিরছে বলে ভাবা হচ্ছিল। কিন্তু করোনাভাইরাস পরবর্তী অর্থনীতিতে সে ইচ্ছা আপাতত দেখাচ্ছে না রিয়াল।

নতুন খেলোয়াড়ে নজর না দিয়ে বর্তমানদের স্তুতিতেই ব্যস্ত ছিলেন পেরেজ, 'আমরা এবারের লিগ জিততে চেয়েছিলাম এবং সেটাই করেছি। সবাই দারুণ খেলেছে। বিশেষ করে করিম বেনজেমা, থিবো কোর্তোয়া এবং কাসেমিরো। আর সার্জিও রামোস তো অধিনায়কেরও বেশি কিছু। সবাই দলের মধ্যে একতা এনেছে। আর জিদান হলো এর মূল কারিগর। আমরা সবাই খুশি।'