বিদেশি ফুটবলার বাদ দিয়ে টুর্নামেন্ট চান ওয়ালি

আবাহনী লিমিটেডের ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। ফাইল ছবি
আবাহনী লিমিটেডের ডিফেন্ডার ওয়ালি ফয়সাল। ফাইল ছবি
>করোনার কারণে মার্চে স্থগিত হয়ে যায় প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত যা বাতিল হয়ে গেছে। এর পরে পেরিয়ে যাচ্ছে প্রায় পাঁচ মাস। কিন্তু ঘরোয়া ফুটবল মাঠে ফেরার কোনো আভাস নেই। দ্রুত খেলা মাঠে ফেরানোর আবেদন জানিয়েছেন ওয়ালি ফয়সাল

জাতীয় দলে জায়গা হারিয়েছেন আগেই। হাঁটুর চোটের কারণে এ মৌসুমে মাঠেই নামার সুযোগ হয়নি ডিফেন্ডার ওয়ালি ফয়সালের। করোনায় পাওয়া অপ্রত্যাশিত ছুটিটা চোট থেকে ফেরার জন্য ভালোই কাজে লাগিয়েছেন তিনি। এখন খেলার মতো ফিট হলেও কবে থেকে মাঠে নামা যাবে সেই নিশ্চয়তা নেই। তাঁর চাওয়া যত দ্রুত সম্ভব যেন শুরু করা হয় খেলা। আর বিদেশি বাদ দিয়ে যেন শুধু দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয় একটি টুর্নামেন্ট।

করোনার কারণে মার্চে স্থগিত হয়ে যায় প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত যা বাতিল হয়ে গেছে। এর পরে পেরিয়ে যাচ্ছে প্রায় পাঁচ মাস। কিন্তু ঘরোয়া ফুটবল মাঠে ফেরার কোনো আভাস নেই। দ্রুত খেলা মাঠে ফেরানোর আবেদন জানিয়েছেন এই লেফটব্যাক , ‘আমি চাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্রুত শুরু হোক। মহামারীর কারণে অন্যান্য দেশের ফুটবল স্থবির হয়ে পড়েছিল, তবে এখন তারা আবার শুরু করছে। আমরা বিপিএলের খেলোয়াড়েরা প্রায় চার-পাঁচ মাস ফুটবলের বাইরে আছি। আমরা এখন ফুটবলে ফিরতে চাই, আমরা বিপিএলে ফিরতে চাই।’

অতীতে শুধু দেশি ফুটবলারদের নিয়ে আয়োজন করতে দেখা গেছে বেশ কয়েকটি টুর্নামেন্ট । সর্বশেষ ২০১৮ সালে বিদেশিবিহীন ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তরুণ ফুটবলারদের নিয়ে গড়া আরামবাগ। শুধু দেশি খেলোয়াড় নিয়ে আবারও একটি টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন আবাহনী লিমিটেডের অভিজ্ঞ এই ফুটবলার , ‘আমি ফেডারেশনকে অনুরোধ করব লিগ শুরু করার আগে বিদেশি খেলোয়াড়দের ছাড়া একটি টুর্নামেন্টের ব্যবস্থা করুন, এতে আমাদের স্থানীয় খেলোয়াড়েরা লিগ ও জাতীয় দলের জন্য তাদের পারফরম্যান্সকে আরও উন্নত করতে পারবে।’