অস্ট্রেলিয়ায় পান্ডিয়া-জাদেজার একাদশে থাকার সুযোগ কম

এক ফ্রেমে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ফাইল ছবি
এক ফ্রেমে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। ফাইল ছবি

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। করোনা পরবর্তী যুগে এটিই হবে ভারতের প্রথম কোনো সিরিজ। ৩ ডিসেম্বর ব্রিজবেনে প্রথম টেস্ট দিয়ে যার শুরু। তবে এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই।

ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে দল নির্বাচন নিয়ে দেশটিতে নানা ধরনের বিশ্লেষণ হচ্ছে। ভারত কী পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনিংয়ে পাঠাবে, নাকি রোহিত শর্মা ও লোকেশ রাহুলের মধ্যে কেউ থাকবেন ওপেনিংয়ে? স্টাম্পের পেছনেই বা দাঁড়াবেন কে—ঋদ্ধিমান শাহ না ঋষভ পন্ত? আবার অলরাউন্ডার হিসেবে দলে একই সঙ্গে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা থাকবেন কি না।

ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া মনে করেন একই সঙ্গে পান্ডিয়া ও জাদেজার একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে। নিজের আকাশবাণী ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘আমি মনে করি এক সঙ্গে দুই জনের খেলার সম্ভাবনা কম। আমার তো মনে হয় পান্ডিয়ার দলে সুযোগ পাওয়া সম্ভব হবে না।’

এর পেছনে পান্ডিয়ার চোটকেই দায়ী করেছেন আকাশ চোপড়া, ‘পান্ডিয়ার টেস্ট দলে জায়গা পাওয়া কঠিন। কারণ ওর পিঠে চোট ছিল। এখনো বোলিং শুরু করেনি। ওয়ানডে খেলেনি, টি–টোয়েন্ট হয়তো খেলবে। আইপিএল খেলার পর টেস্টে কি নামানো যায়? সে কি টেস্টের জন্য তৈরি, সে কি টেস্ট খেলতে চায়? আমার প্রথম কথা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমি পান্ডিয়ার খেলার কথা ভাবছি না।’

জাদেজার সুযোগও কম দেখছেন বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার হয়ে ওঠা আকাশ চোপড়া। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বরং রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবকে এগিয়ে রাখছেন তিনি , ‘আমি মনে করি রবীন্দ্র জাদেজার আগে অশ্বিন ও কুলদ্বীপের কথা ভাবা উচিত। কারণ কুলদ্বীপ কব্জির স্পিনার ও সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ছয় উইকেট পেয়েছিল । আমার মনে হয় কুলদ্বীপকে সুযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ায় তাঁর সুযোগ আছে।’

এর পরেই এসেছেন অশ্বিনের প্রসঙ্গে , ‘অশ্বিনের কথা ভুলে যান কীভাবে ? সেও সুযোগ পেতে পারে। আমি মনে করছি জাড্ডু ( জাদেজা) আর পান্ডিয়ার এক সঙ্গে খেলার সুযোগ কম।’