বেল যাবেন না কোথাও

রিয়ালের হয়ে মাঠে নামতে তাঁকে আর দেখা যায় না। ছবি: এএফপি
রিয়ালের হয়ে মাঠে নামতে তাঁকে আর দেখা যায় না। ছবি: এএফপি

গ্যারেথ বেল যাচ্ছে না কোথাও। রিয়াল মাদ্রিদের ডাগআউটে (বর্তমানে গ্যালারি) বসে থাকতে থাকতে শরীরে মরচে পড়ে যাওয়ার দশা, লিগের শেষ ম্যাচে তো তাঁকে ২২ জনের স্কোয়াডেই রাখেনননি জিনেদিন জিদান। মৌসুমের শুরু থেকেই গেলকে দলে পাওয়ার ব্যাপারে অনিচ্ছা জানিয়েছেন জিদান। তবু ক্লাব ছাড়বেন না বেল। বসে থেকেই দরকার হলে দুই বছর কাটিয়ে দেওয়ার পরিকল্পনা তাঁর!

সরাসরি এমন কিছু বলেননি বেল। কিন্তু তাঁর এজেন্ট যা বলেছেন, তার সোজা বাংলা এটাই হয়। করোনাবিরতির পর ১১ ম্যাচে মাত্র দুবার নামতে পেরেছেন। শেষ ছয় ম্যাচে একবারও না। এর মধ্যে তো এক ম্যাচে পাঁচ বদলি নেমে যাওয়ার পর ঘুমানোর ভান করেছেন বেল। এ মৌসুমে ২০ বার মাঠে দেখা গেছে তাঁকে। অবশ্য সুযোগগুলো কাজে লাগাতে পেরেছেন এটাও বলা যাচ্ছে না। মাত্র ৩ গোল করেছেন। ফলে তাঁকে দলে না নেওয়ার যুক্তি হাতের কাছেই পাচ্ছেন জিদান।

এমন অবস্থায় ক্লাব ছেড়ে দেওয়ার কথাই ভাবে। হামেস রদ্রিগেজ যেমন মৌসুমের শুরুতে ক্লাব ছাড়তে চেয়েছিলেন, কিন্তু নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে তাঁকে বিক্রি করেনি রিয়াল। এর আগেও দুই বছর বায়ার্ন মিউনিখে ধারে খেলে এসেছেন হামেস। কিন্তু বেল এমন কিছু করতে রাজি নন। বছরে ১৭ মিলিয়ন ইউরো বেতন দিয়ে তাঁকে নেবে , এমন ক্লাবও যে খুব বেশি নেই। বিবিসিকে বেলের এজেন্ট জোনাথন বার্নেট বলেছেন, 'গ্যারেথ ভালোই আছে। চুক্তির দুই বছর বাকি আছে। সে মাদ্রিদে থাকতে ভালোবাসে এবং সে কোথাও যাচ্ছে না।'

রিয়ালে অপ্রয়োজনীয় ঠেকলেও বেলের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলেই মনে করেন বার্নেট। কিন্তু তাঁর মক্কেলের উচ্চ বেতন নতুন ক্লাব পেতে সমস্যা করবে বলে ধারণা এই এজেন্টের, 'দলের অন্য যে কারওর মতোই ভালো সে। এটা জিনেদিন জিদানের ইচ্ছা। ওকে পেতে আগ্রহী এমন ক্লাবের অভাব নেই, কিন্তু বিশ্বে খুব কম ক্লাবই ওর বেতন দিতে পারবে। এটা দুঃখজনক যে রিয়াল দলে এই মুহূর্তে সে খেলতে পারছে না কিন্তু সে যাবে না।'

এমন অবস্থায় ধারে খেলতে যান ফুটবলাররা। কারণ প্রতিযোগিতামূলক ম্যাচ না খেললে খেলার ধার হারিয়ে ফেলতে পারেন তাঁরা। কিন্তু বেলের নাকি সে ইচ্ছা নেই, 'সে ওয়েলশের হয়ে ইউরো খেলতে চায়। সে ওয়েলসের হয়ে সবসময় ভালো খেলতে চায়। গ্যারেথ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্বের সেরারা ধারে খেলতে যায় না।'

জিনেদিন জিদানের কাছে মূল্য হারালেও অন্য কোচের বেলকে ভালো লাগতেই পারে। অনেকেই ধারণা করছেন, রিয়ালে নতুন কোচ পাবেন,এ আশাতেই হয়তো রয়ে গেছেন বেল। বার্নেট সে চিন্তাও উড়িয়ে দিচ্ছেন, 'গ্যারথ জিদানের সময়টা পার করার জন্য বসে নেই। জিদান অনেক সফল এক কোচ। তাদের মধ্যে কোনো ঘৃণাবোধ নেই। একটাই সমস্যা, জিদান তাঁকে খেলাতে চায় না। গ্যারেথ প্রতিদিন অনুশীলন করে এবং ভালোভাবেই সেটা করে।'