বিশ্বকাপের ফাইনাল পাতানোর অভিযোগ নিয়ে মুখ খুললেন সাঙ্গাকারা

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ফাইল ছবি
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ফাইল ছবি
>২০১১ বিশ্বকাপের ফাইনাল পাতানো হয়েছিল—এমন অভিযোগের বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন সাঙ্গাকারা। এমন একটি উদ্ভট অভিযোগ শোনার পর খুব হতাশ হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি

শ্রীলঙ্কান ক্রিকেটমহলে বজ্রপাতের মতো এক অভিযোগ করেছিলেন মাহিন্দ্রা আলুতগামাগে। দেশটির সাবেক এ ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, ২০১১ বিশ্বকাপ ফাইনালে শিরোপা বিক্রি করে দেয় শ্রীলঙ্কা দল। তিনি বোঝাতে চেয়েছিলেন, ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পাতানো ছিল। ভারতের কাছে সেই ম্যাচে ৬ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা।

আলুতগামাগের এ অভিযোগের পর সে সময়ে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা আইসিসির কাছে বিষয়টি তদন্ত করার আহবান জানান। আর আলুতগামাগেকে উদ্দেশ করে সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বলেছিলেন—অভিযোগের পক্ষে প্রমাণ দিন! শ্রীলঙ্কার পুলিশের কাছে আলুতগামাগে কিছু প্রমাণ দিয়েছেন। যার ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করেছিল। কিন্তু সেই তথ্য অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট নয় বলে গত ২ জুলাই তদন্ত বন্ধ করে দেয় পুলিশ।

পুরো বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন সাঙ্গাকারা। এমন এক উদ্ভট অভিযোগ শোনার পর খুব হতাশ হয়েছিলেন বলে জানান তিনি, ‌‌‘সেই সময় এটা ছিল হতাশাজনক। সম্প্রতি শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী এমন এক অদ্ভুত অভিযোগ করেছেন। এর জন্য আমাদের পুলিশের কাছে যেতে হয়েছে আর এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে।’

তবে এক দিক থেকে বিষয়টিকে ভালোও মনে করছেন সাঙ্গাকারা, ‌‘সত্যিকার অর্থে এসব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়া খেলাটির জন্যই ভালো। তা এই উত্তরগুলো নির্বাচকেরা, মাহেলা (জয়াবর্ধনে) বা আমি যে-ই দিই না কেন। এই যে তদন্ত ও জিজ্ঞাসাবাদ—এই প্রক্রিয়াটা সত্যিকার অর্থেই সবার জন্য গুরুত্বপূর্ণ। এতে করে খেলাটির প্রতি আমাদের শ্রদ্ধাটা কোন পর্যায়ের সেটা মানুষ বুঝতে পারবে।’

এসব অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ থাকতে হবে বলে মনে করেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান, ‌‘ক্রিকেটে সৎ মানুষের দরকার আছে। মন থেকে কথা বলতে যারা ভয় পায় না, এমন লোকেরও দরকার ক্রিকেটে। কোনো বিষয়ে উত্তর দিতে হলে নিজেকে লুকানোর প্রয়োজন নেই।’