'শুধু গায়ের রং নয়, বর্ণবাদ নানাভাবে হয়'

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ছবি: টুইটার
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ছবি: টুইটার
>বর্ণবাদের শিকার শুধু গায়ের রঙের জন্যই হয় না বলে মনে করেন সাঙ্গাকারা। নানাভাবে এবং নানা কারণে মানুষ বর্ণবাদের শিকার হয় বলেই মনে করেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যানের

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের আন্দোলন। সেই আন্দোলনে যোগ দিয়েছেন ক্রীড়া তারকারাও। ফুটবল, টেনিস থেকে শুরু করে ক্রিকেট—সব জায়গায় চলছে বর্ণবাদের বিপক্ষে প্রচারণা। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অবশ্য মনে করেন একমাত্র সুশিক্ষাই পারে পৃথিবীকে এই অভিশাপ থেকে মুক্তি দিতে।

ক্রিকবাজের সঙ্গে কথোপকথনে সাঙ্গাকারা বলেন, ‌‘প্রকৃত ইতিহাস কী সেটা যদি আপনি একবার বুঝতে পারেন তাহলেই মনোভাবে অনেক পরিবর্তন চলে আসবে। আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে শেখানো হয়। কিন্তু কখনো কখনো এটা আমরা অন্ধের মতো অনুসরণ করি। আর এ কারণে অন্য সংস্কৃতি, অন্য দেশ, অন্য মানুষ, অন্য বর্ণ বা ধর্মের প্রশংসা করাই থামিয়ে দিই।’

এমনটা যাতে না হয় এই কারণে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দিয়েছেন সাঙ্গাকারা, ‌‘তাই বলি নিজেকে শিক্ষিত করে তুলুন। নিজের মনকে প্রশস্ত করুন। এর চেয়েও বেশি বলব নিজের চোখটা খুলুন। কারণ এটা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আর পরিবর্তনটা এক রাতের মধ্যে হয়ে যাবে না।’

বর্ণবাদের শিকার শুধু গায়ের রং কালো হলেই মানুষ হয় না বলে মনে করেন সাঙ্গাকারা। নানাভাবে এবং নানা কারণে মানুষ বর্ণবাদের শিকার হয় বলেই মনে করেন শ্রীলঙ্কার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান, ‘বর্ণবাদের শিকার মানুষ শুধু গায়ের রঙের কারণেই হয় না। অন্য ধর্ম বা বিশ্বাসের মানুষ বলে যদি আপনি একটা বাড়ি কিনতে না পারেন, সেটাও তো বর্ণবাদ। আমাদের শিশুদের সঠিক ইতিহাস শেখানো উচিত। পরিশোধিত ইতিহাস নয়, তাতে শুধু ইতিবাচক বিষয়ই থাকে।’ গত মাসে ভারতের সাবেক পেসার ইরফান পাঠানও একই কথা বলেন।