উদ্ধত নয় লিভারপুল, জানিয়ে দিলেন ক্লপ

সেদিন ডাগআউটেও উত্তেজনা ছড়িয়েছিল বেশ। ছবি: এএফপি
সেদিন ডাগআউটেও উত্তেজনা ছড়িয়েছিল বেশ। ছবি: এএফপি

ম্যাচটা নিরপেক্ষ দর্শকের জন্য দৃষ্টিসুখকর ছিল। আট গোলের উত্তেজনা, তিন গোলে পিছিয়ে থেকে এক দলের লড়ে যাওয়া আর শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা মিলিয়ে লিভারপুল ও চেলসির ম্যাচটি বেশ উপভোগ্য ছিল। ৫-৩ গোলে সে ম্যাচ শেষ হয়েছে, কিন্তু মাঠের বাইরের উত্তেজনা কমছে না। ম্যাচের এক উত্তেজনার মুহূর্তকে ঘিরে লিভারপুলকে অহংকারী হতে মানা করেছিলেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সে কথার জবাব দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

সেদিন ম্যাচে লিভারপুলের দ্বিতীয় গোল এসেছে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের ফ্রি কিক থেকে। যে ফাউল থেকে এই ফ্রি কিক পাওয়া, সেটার দায় মাতেও কোভাচিচের। এই মিডফিল্ডারকে কার্ড দেখানো হচ্ছে না কেন, এ নিয়ে উত্তেজিত হয়ে পড়েছিলেন লিভারপুলের অ্যাসিস্ট্যান্ট কোচ পেপিন লিন্ডার্স। এ নিয়ে ল্যাম্পার্ডের সঙ্গে বেশ একচোট হয়ে গিয়েছিল তাঁর। ম্যাচ শেষে তাই ল্যাম্পার্ড বলেছিলেন, 'লিভারপুলকে অভিনন্দন, তারা লিগ জিতেছে। কিন্তু এতে উদ্ধত হওয়াটা ঠিক হবে না।'

ক্লপের এ কথাটা ভালো লাগেনি। ম্যাচে ঘটে যাওয়া কোনো ঘটনার রেশ ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে টেনে নেওয়ার কোনো মানে খুঁজে পাচ্ছেন না ক্লপ, 'আমাকে ও আমার বেঞ্চকে এমন কিছু বলা যাবে না। কারণ আমরা উদ্ধত নই। ফ্র্যাঙ্ক খুবই প্রতিদ্বন্দ্বী মনোভাব নিয়ে নামে এবং এটা আমি শ্রদ্ধা করি। আমার ধারণা, ওই অবস্থায় যা ইচ্ছা তাই বলা যায়। কিন্তু ম্যাচের পর সব শেষ হয়ে যাওয়া উচিত। কারণ, তখন প্রচণ্ড আবেগ থাকে। সে একটা ম্যাচ জিততে এসেছে। চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করতে পয়েন্ট পেতে এসেছে। আমি এটাকে শ্রদ্ধা করি।'
ম্যাচের সময় আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, এটা ভালোভাবেই জানেন ক্লপ। কিন্তু ম্যাচের পরও সেটাকে টেনে নেওয়াটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না ক্লপের কাছে। কোচ হিসেবে ল্যাম্পার্ড এখনো নবীন বলেই এ ভুল করছেন বলে ধারণা ক্লপের, 'ওকে শিখতে হবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবেগে বাঁধ টানতে হবে কিন্তু সে করেনি সেটা।'