চিরকাল ব্যাট করার জায়গা দেখালেন রমিজ রাজা

টুইটারে এ ছবিটি পোস্ট করেন রমিজ রাজা। ছবি: রমিজ রাজার টুইটার অ্যাকাউন্ট
টুইটারে এ ছবিটি পোস্ট করেন রমিজ রাজা। ছবি: রমিজ রাজার টুইটার অ্যাকাউন্ট

ক্রিকেট তো কতভাবেই খেলা হয়! আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট, পাড়ার ক্রিকেট, উঠানের ক্রিকেট, এমনকি ঘরেও ক্রিকেট খেলা হয়। ছেলেবেলার স্মৃতি হাতড়ালে হয়তো আরও চমকপ্রদ সব সংস্করণ বেরিয়ে আসবে। যেমন ইটের পর ইট তুলে স্টাম্প বানিয়ে খেলা কিংবা দেয়ালে দাগ টেনে স্টাম্প বানিয়ে নেমে পড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব নিয়ে নস্টালজিয়া, রঙ্গ-রসিকতাও কম হয় না। রমিজ রাজার পোস্ট করা এমনই এক ছবি বেশ আলোচনার জন্ম দিয়েছে।

পাকিস্তানের সাবেক এ ব্যাটসম্যান পরশু একটি ছবি টুইট করেন। বড় একটা খুঁটিতে বেঁধে রাখা মহিষের গায়ে তিনটি রেখাচিত্রে আঁকা স্টাম্প। তার সামনে একটি মেয়ে ব্যাট ধরার ভঙ্গিতে দাঁড়িয়ে। ক্রিকেট খেলছে। 'পাকিস্তান অবজারভার' জানিয়েছে, ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি। ছবির ক্যাপশনও বেশ মজা করে লিখেছেন বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক রমিজ, 'ক্যাউজ্যাট!! বাফেলো সোলজার!! দেখি কে কেমন ক্যাপশন দিতে পারে।'
ক্রিকেটের জনপ্রিয়তা পাকিস্তানে কম নয়। বাংলাদেশ এবং ভারতের মতো সেখানেও এ খেলার জনপ্রিয়তা ঈর্ষণীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের টেপ টেনিস টুর্নামেন্টের রমরমা প্রচার চলে। অন্য সব মজার সংস্করণ তো আছেই। রমিজের টুইটে এক অনুসারী মন্তব্য করেন, 'স্টাম্প যদি জায়গা থেকে সরে যায় ব্যাটসম্যানকে কি আউট কিংবা হিট উইকেট ঘোষণা করা হবে?'এমসিসি ক্রিকেট একাডেমির ম্যানেজার ফ্রেজার স্টুয়ার্ট মজা করে লেখেন, 'কাউ শট!' রমিজ নিজেও আরও দুটি মন্তব্য করেন নিজের টুইটে। প্রথম মন্তব্যে লেখেন, 'উইকেট জায়গা বদল করলে কখনো বোল্ড আউট কিংবা লেগ বিফোর হবে না। চিরকাল ব্যাট করা যাবে।'