বেতন বাড়াতে এমন কৌশল নিচ্ছেন সালাহ?

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ছবি: রয়টার্স
লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ছবি: রয়টার্স

পুলক কাটেনি এখনো। ত্রিশ বছর পর লিগ জয় বলে কথা! লিভারপুলের খেলোয়াড় থেকে সমর্থকদের আনন্দ আর ধরে না। এই আনন্দের মাঝেই বিদায় রাগিণী বাজানোর ইঙ্গিত দিলেন মোহাম্মদ সালাহ।

লিভারপুল তারকা সরাসরি কিছুই বলেননি। তবে কথার মধ্যে ইঙ্গিতটা রয়েছে। কলম্বিয়ান রেডিও এলএ এফএম কলম্বিয়ানাকে সাক্ষাৎকার দিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। সেখানে তাঁকে লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে আগে এক চোট হেসে নিয়েছেন সালাহ। এরপর তাঁর কণ্ঠে ঝরেছে পেশাদার ফুটবলারদের সুর, 'আমি আপাতত এ মুহূর্তটা উপভোগ করতে চাই। ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে কী ঘটবে তা বলা যায় না। দেখা যাক কী হয়।'

রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। অ্যানফিল্ডে এই তিন বছরে জিতেছেন চারটি ট্রফি। লিগ ছাড়াও আছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ইংলিশ দলটির হয়েই দুর্দান্ত খেলে তারকা ইমেজ পেয়েছেন তিনি। এ মৌসুমে ১৯ গোলের পাশাপাশি ১০ গোল করিয়ে লিভারপুলের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন। এর আগে দুবার লিগে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন সালাহ। তিনি বলেন, 'দেখা যাক সামনে কী ঘটে। তবে ট্রফিগুলো জিততে পেরে আমি আনন্দিত।'

এর আগে সালাহর ক্লাব ছাড়া নিয়েও গুঞ্জন উঠেছে। রিয়াল মাদ্রিদ তাঁকে কিনতে চায় বলে জানিয়েছিল সংবাদমাধ্যম। কিন্তু তখন এসব ধোপে টেকেনি। ২০২৩ সাল পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে সালাহর। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের ধারনা চ্যাম্পিয়ন হওয়ার পর সালাহ-র এই ইঙ্গিত আসলে বেতন বাড়াতে চাপ দেওয়ার কৌশল। তবে সময় হলেই বোঝা যাবে কোথাকার জল কোথায় গড়াবে।