বেতন ছাড়াই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরি করতে চান শোয়েব

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার।

চাঁচাছোলা কথাবার্তার জন্য সবসময় আলোচনায় থাকেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। কোন রাখঢাক নেই, মুখে যা আসে তিনি তা বলবেনই। সম্প্রতি যেমন শোয়েব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অদক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। আবার সমাধানের পথও বাতলে দিয়েছেন।

বোর্ডকে অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে শোয়েব নিজেই সাহায্য করতে চান। বোর্ডের দায়িত্ব পেলে পাকিস্তান ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারবেন, এমনই বিশ্বাস এই সাবেক ফাস্ট বোলারের। দেশের ক্রিকেটের জন্য বিনা বেতনেই এই কাজ করতে চান শোয়েব।

পাকিস্তানি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘পিসিবি অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। ভালো মানুষ দরকার পিসিবিতে। ভালো মানুষ যত দূরে ঠেলে দেওয়া হবে, ক্রিকেট ততই নিচের দিকে নামতে থাকবে। আমি যদি পিসিবিতে কাজ করার সুযোগ পাই, তাহলে আমি দেশের ক্রিকেটে বিদেশি বিনিয়োগ নিয়ে আসব। আমি বেতন ছাড়া কাজ করব যেন কেউ ফোন দিয়ে বলতে না পারে যে আমার ছেলেকে দলে নিন।’ পিসিবির বর্তমান প্রধান এহসান মানিকে উদ্দেশ করে শোয়েব বলেছেন, ‘এহসান মানি কার্যকরী, কিন্তু আগ্রাসী নয়। আপনার চারপাশে আগ্রাসী মানসিকতার লোকজন থাকতে হবে, না হলে কাজ সামনে এগোবে না।’

মানসিকভাবে শক্ত ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন শোয়েব। সাবেক সতীর্থ মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে একাডেমিতে তরুণ ক্রিকেটারদের ব্যাটিং কোচ হিসেবে ব্যবহার করতে চান তিনি, ‘আমি ৩০ জন ক্রিকেটারকে তৈরি করতাম। তাদের জীবনযাপন পদ্ধতি বদলে ফেলতাম। নিয়ম শৃঙ্খলা আনতাম। ওরা আমার মানসিকতা নিয়ে বিশ্ব ক্রিকেটের তারকা হতো। ইউনুস খানকে জাতীয় দলের ব্যাটিং কোচ করা ঠিক হয়নি। তাঁকে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে মোহাম্মদ ইউসুফের সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা উচিত। ’

প্রতিভা খুঁজে বের করার জন্য স্থানীয় নির্বাচকদের ক্ষমতায়ন চান শোয়েব। পাকিস্তানের সব জায়গায় থেকে প্রতিভা খুঁজে বের করতে চান, ‘আমি প্রধান নির্বাচক হলে স্থানীয় নির্বাচকদের সাহস দিতাম। পাকিস্তানের সব জায়গা থেকেই তখন প্রতিভা বেরিয়ে আসত। মানুষ আজকাল বলেই যাচ্ছে আমাদের প্রতিভা নেই। সম্পূর্ণ মিথ্যা কথা। ’

তবে দায়িত্ব পেলে একাই পুরো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেহারা পাল্টে ফেলতে চান না এই ফাস্ট বোলার। সবাইকে সঙ্গে নিয়ে দেশের ক্রিকেটের উন্নতি করতে চান তিনি, ‘আমার সবার সঙ্গেই ভালো সম্পর্ক। কারও সঙ্গে খারাপ সম্পর্ক নেই। সবার সঙ্গেই আমি মিশতে পারি। কিন্তু সবাই আমার সঙ্গে মিশতে পারে না। কারণটা আমার জানা নেই। তবে আমি দায়িত্ব পেলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। ’