ইউনিসের পদ নিয়ে প্রশ্ন শোয়েবের

শোয়েবের মতে, ইউনিস পাকিস্তানের জাতীয় একাডেমির কোচ হলে ভালো করতেন। ফাইল ছবি
শোয়েবের মতে, ইউনিস পাকিস্তানের জাতীয় একাডেমির কোচ হলে ভালো করতেন। ফাইল ছবি

ইউনিস খান কেন পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ—এই প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। না, ইউনিসের প্রতি তাঁর কোনো অশ্রদ্ধা নেই। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্ট সর্বোচ্চ রান সংগ্রাহককে শোয়েব নতুন দিনের তারকা তৈরির কারিগর হিসেবেই দেখতে চান। তাঁর মতে, ইউনিস যদি পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব নিত, তাহলে সেটি খুবই ভালো হতো।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ এ ব্যাপারে নিজের মতামত দিয়েছেন, ‘ইউনিস খানকে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ বানানোটা ভুল সিদ্ধান্ত। এটা উচিত হয়নি। তাঁর মতো ক্রিকেটারকে বরং জাতীয় ক্রিকেট একাডেমির কোচ করা উচিত ছিল।’

পাকিস্তানের ব্যাটিং কোচ তাহলে কে হতেন? সে নামটিও দিয়ে দিয়েছেন শোয়েব, ‘আমার মনে হয় মোহাম্মদ ইউসুফ হতে পারত এ পদের সবচেয়ে যোগ্য ব্যক্তি।’

শোয়েব মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অব্যবস্থাপনা পাকিস্তান ক্রিকেটকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে। তিনি তাদের মানসিকতা ও কাজের ধরন বদলানোর পরামর্শ দিয়ে বলেছেন, এখনই এ ব্যাপারে ব্যবস্থা না নিলে পাকিস্তান ক্রিকেট কেবল পেছনের দিকেই হাঁটবে, ‘আমার মনে হয় পিসিবি অব্যবস্থাপনায় ভরা একটা প্রতিষ্ঠান। তারা ভালো লোকদের দূরে সরিয়ে রাখতে চায়। যারা ক্রিকেটের ভালো চায়, সৎ ও যোগ্য ব্যক্তি, তাদের যদি পিসিবি এভাবে দূরে ঠেলে দেয় তাহলে পাকিস্তানের ক্রিকেট আরও নিচের দিকে যাবে।’

শোয়েব নিজে পিসিবির দায়িত্ব পেলে কী করতেন, সেটাও বলেছেন, ‘আমি যদি পিসিবির দায়িত্ব পেতাম, তাহলে বিদেশি বিনিয়োগ আনার ব্যবস্থা করতাম। আমি এমনভাবে কাজ করতাম যাতে কেউই আমাকে ফোন করে তাদের পছন্দের ক্রিকেটারদের দলে ঢোকাতে বলার সাহস পেত না।’