দলবদল: ম্যানচেস্টারে তোরেস, পথেই আছেন সানচো

ভ্যালেন্সিয়া থেকে সিটিতে যোগ দিয়েছেন ফেরান তোরেস। ছবি : ম্যানচেস্টার সিটি ওয়েবসাইট
ভ্যালেন্সিয়া থেকে সিটিতে যোগ দিয়েছেন ফেরান তোরেস। ছবি : ম্যানচেস্টার সিটি ওয়েবসাইট

আদৌ কি নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? জাডন সানচোরই বা কী অবস্থা? কিলিয়ান এমবাপ্পের কি রিয়ালে আসতে পারবেন? লিভারপুল-ম্যানসিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই বা অবস্থা কেমন?

এ রকম হাজারো প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে এখন। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? কার কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই? আসুন এক নজরে দেখে নেওয়া যাক!

যেসব দলবদল হয়ে গিয়েছে
ফেরান তোরেস (ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি, ২০.৯ মিলিয়ন পাউন্ড)

নাথান আকে (বোর্নমাথ থেকে ম্যানচেস্টার সিটি, ৪১ মিলিয়ন পাউন্ড)

টিমো ভেরনার (আরবি লাইপজিগ থেকে চেলসি, ৪৮ মিলিয়ন পাউন্ড)

হাকিম জিয়েখ (আয়াক্স থেকে চেলসি, ৩৬ মিলিয়ন পাউন্ড)

মিরালেম পিয়ানিচ (জুভেন্টাস থেকে বার্সেলোনা, ৫৪ মিলিয়ন পাউন্ড)

ফ্রানসিসকো ত্রিনকাও (ব্রাগা থেকে বার্সেলোনা, ২৮ মিলিয়ন পাউন্ড)

ভিক্টর ওসিমহেন (লিল থেকে নাপোলি, ৬৩ মিলিয়ন পাউন্ড)

টমাস মুনিয়ের (পিএসজি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ফ্রি)

আলভারো নেগ্রেদো (আল নাসর থেকে কাদিজ, ফ্রি)

লিরয় সানে (ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখ, ৪১ মিলিয়ন পাউন্ড)

জুড বেলিংহাম (বার্মিংহাম সিটি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২৫ মিলিয়ন পাউন্ড)

আর্থার মেলো (বার্সেলোনা থেকে জুভেন্টাস, ৬৫ মিলিয়ন পাউন্ড)

সান্তি কাজোরলা (ভিয়ারিয়াল থেকে আল সাদ, ফ্রি)

আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলান, ৩৬ মিলিয়ন পাউন্ড)

অ্যানহেল গোমেস (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লিল, ফ্রি)

ম্যাক্সিম গনালনস (এএস রোমা থেকে গ্রানাডা, ৩.৬ মিলিয়ন পাউন্ড)

ট্রয় প্যারট (টটেনহাম থেকে মিলওয়াল, ধার)

জোয়েল ভেল্টমান (আয়াক্স থেকে ব্রাইটন, ০.৯ মিলিয়ন পাউন্ড)

সিমোনে ভের্দি (নাপোলি থেকে তোরিনো, ১৮ মিলিয়ন পাউন্ড)

দানি গোমেজ (রিয়াল মাদ্রিদ থেকে লেভান্তে, ২.৩ মিলিয়ন পাউন্ড)

দেয়ান লভরেন (লিভারপুল থেকে জেনিত সেইন্ট পিটসবার্গ, ১০.৯ মিলিয়ন পাউন্ড)

টমাস সুচেক (স্লাভিয়া প্রাগ থেকে ওয়েস্ট হ্যাম, ১৯.১ মিলিয়ন পাউন্ড)

লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড থেকে মার্শেই, ধার)

সুসো (এসি মিলান থেকে সেভিয়া, ২১.৭ মিলিয়ন পাউন্ড)

কনস্তানতিনোস মাভ্রোপানোস (আর্সেনাল থেকে স্টুটগার্ট, ধার)

সিমোন কায়ের (সেভিয়া থেকে এসি মিলান, ৩.২ মিলিয়ন পাউন্ড)

সলোমোন কালু (হার্থা বার্লিন থেকে বোটাফোগো, ফ্রি)

ওমর তোপরাক (বরুসিয়া ডর্টমুন্ড থেকে ওয়ের্ডার ব্রেমেন, ৩.৬ মিলিয়ন পাউন্ড)

হোয়াং হি চ্যান (রেড বুল সালজবুর্গ থেকে আরবি লাইপজিগ, ৮.১ মিলিয়ন পাউন্ড)

মার্টিন টেরিয়ার (লিওঁ থেকে রেনেঁ, ১০.৭ মিলিয়ন পাউন্ড)

ট্যাঙ্গয় কুয়াসি (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি)

ম্যাথিউস ফার্নান্দেস (পালমেইরাস থেকে বার্সেলোনা, ৬.৩ মিলিয়ন পাউন্ড)

বুরাক ইলমাজ (বেসিকতাস থেকে লিল, ফ্রি)

লুকাস মাই (বায়ার্ন মিউনিখ থেকে ডার্মস্টাট, ধার)

এভার বানেগা (সেভিয়া থেকে আল শাবাব, ফ্রি)

যেসব দলবদল হতে পারে

জাডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)

মেমফিস ডিপাই (অলিম্পিক লিওঁ থেকে বরুসিয়া ডর্টমুন্ড)

জোনাথন ইকোনে (লিল থেকে বরুসিয়া ডর্টমুন্ড)

থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুল)

আইসা মান্দি (রিয়াল বেতিস থেকে লিভারপুল)

সার্জিও রেগুলিওন (রিয়াল মাদ্রিদ থেকে চেলসি)

কাই হাভের্তজ (বেয়ার লেভারকুসেন থেকে চেলসি)

লুইস ডাঙ্ক (ব্রাইটন থেকে চেলসি)

উইলিয়ান (চেলসি থেকে আর্সেনাল)

পিয়েরে এমিল হোবইয়ার্গ (সাউদাম্পটন থেকে টটেনহাম)

লুকা জোভিচ (রিয়াল মাদ্রিদ থেকে মোনাকো)

তাকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ থেকে ভিয়ারিয়াল)

ফ্রানসিসকো ত্রিনকাও (বার্সেলোনা থেকে লেস্টার সিটি)

মার্টিন ব্রাথওয়াইট (বার্সেলোনা থেকে ওয়েস্ট হাম)

ইভান রাকিতিচ (বার্সেলোনা থেকে সেভিয়া)

হাভিয়ের পাস্তোরে (রোমা থেকে জেনিত)

ফিলিপ কুতিনহো (বার্সেলোনা থেকে আর্সেনাল)

ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল বেতিস)

লিও দুবোইস (অলিম্পিক লিওঁ থেকে পিএসজি)

ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি থেকে লাৎসিও)

সার্জিও রিকো (পিএসজি থেকে লাৎসিও)

বেন চিলওয়েল (লেস্টার সিটি থেকে চেলসি)

নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স থেকে চেলসি)

মারিও বালোতেল্লি (ব্রেসিয়া থেকে সিএফআর ক্লুজ)

নুনো মেন্দেস (স্পোর্টিং লিসবন থেকে রিয়াল মাদ্রিদ)

এভারটন (গ্রেমিও থেকে বেনফিকা)

জামাল লুইস (নরউইচ সিটি থেকে লিভারপুল)

গ্যাব্রিয়েল মাগালহেস (লিল থেকে এভারটন)

অ্যাক্সেল দিসাসি (রিম থেকে মোনাকো

অ্যালেক্সিস সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলান)