'২০২০ আমাদের ধসিয়ে দিচ্ছে' - বৈরুত বিস্ফোরণে শোক মুশফিক-কোহলিদের

পুরো শহরকেই যেন ধসিয়ে দিয়েছে বিস্ফোরণ। ছবি: এএফপি
পুরো শহরকেই যেন ধসিয়ে দিয়েছে বিস্ফোরণ। ছবি: এএফপি

কী ভয়ংকর এক দৃশ্য! ভিডিওতে দেখেও বিস্ফোরণের ভয়াবহতা দেখে আঁতকে উঠতে হয়। লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় গতকাল দুপুরে হয়ে যাওয়া বিস্ফোরণের ভয়াবহত এমন যে, শত মাইল দূরে সাইপ্রাসেও এর ধাক্কা টের পাওয়া গেছে। বিস্ফোরণের ধাক্কায় বৈরুতে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।

আর আহত-নিহতের সংখ্যায় যেন লাগাম নেই। এখন পর্যন্ত ১০০-রও বেশি মানুষ মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের সরকার, আহত হয়েছেন ৪ হাজারেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা। এরই মধ্যে শত শত মানুষ খোঁজে নেমেছেন প্রিয়জনেরা। ভয়ংকর এই বিস্ফোরণের দৃশ্য ভিডিওতে দেখেই কেঁপে উঠেছে সবার মন। আর ভিডিওতে দেখেই এমন অনুভূতি, তাহলে বৈরুতে এই বিস্ফোরণের ধাক্কা সামলানো মানুষের কাছে দুঃস্বপ্নটা কেমন হওয়ার কথা? অকল্পনীয়।

সারা বিশ্বের মানুষের মতো খেলার জগতের তারকাদেরও মন কেঁদেছে ভয়ংকর এই বিস্ফোরণে। বাংলাদেশের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ থেকে শুরু করে ভারতের বিরাট কোহলি কিংবা যুবরাজ সিং—শোকার্ত কে নন! একের পর এক দুঃস্বপ্ন উপহার দিয়ে যাওয়া এই ২০২০ সাল নিয়ে হয়তো যুবরাজ সিংয়ের কথাটাই ঠিক, ‘২০২০ আমাদের ধসিয়ে দিচ্ছে!’

এমনিতেই বৈরুতের অর্থনীতি ধুঁকছিল। তারপর করোনাভাইরাস এসে সব থামিয়ে দিয়েছে। এর মধ্যে কালকের এই ভয়াবহ বিস্ফোরণ। এখন পর্যন্ত যেটি বিস্ফোরক-জাতীয় রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণের কারণে হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। আসল কারণ এটিই কি না, তা হয়তো পরে জানা যাবে। জানতে তদন্ত কমিটিও গঠন করেছে লেবানন। তা কারণ যা-ই হোক, কত শত মানুষ তো প্রাণ হারিয়েছেন, কষ্ট পাচ্ছেন কত হাজার মানুষ। আজ সকালে খবরটা দেখে স্তম্ভিত মুশফিকুর রহিম। বাংলাদেশ উইকেটকিপার ফেসবুকে লিখেছেন, ‘ঘুম থেকে উঠেই কী ভয়ংকর খবর পেলাম! প্লিজ বৈরুতের জন্য সবাই প্রার্থনা করুন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।’

প্রায় একই রকম কষ্ট পাচ্ছেন গত কয়েক বছরে বাংলাদেশ জাতীয় দলের সমার্থক হয়ে থাকা ‘পঞ্চপাণ্ডবে’র আরেকজন মাহমুদউল্লাহ, ‘হায় আল্লাহ! সকালে এই ভয়ংকর খবরটা দেখে অনেক কষ্ট পেয়েছি, স্তম্ভিত হয়ে গেছি। প্লিজ লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’ ব্যাটসম্যান লিটন দাসের প্রার্থনা, ‘বৈরুতে বিধ্বংসী বিস্ফোরণে যাঁরা আহত হয়েছেন, সবার নিরাপদ ও দ্রুত আরোগ্য কামনা করছি। লেবাননের জন্য সবাই প্রার্থনা করুন।’

বাংলাদেশ দলের খেলোয়াড়দের অনুভূতির সঙ্গে বিশ্বের প্রায় সব মানুষেরই অনুভূতি এই জায়গাটায় মিলবে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও যেমন টুইট করেছেন, ‘হৃদয়বিদারক। স্তম্ভিত হয়ে গেছি। লেবাননের মানুষের কথা ভাবছি, তাঁদের জন্য প্রার্থনা করছি।’ ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের টুইট, ‘বৈরুতের যে ভিডিও দেখছি, সেটা ভীষণ কষ্ট দিচ্ছে। হৃদয়বিদারক। সেখানের মানুষকে কী দৃশ্য দেখতে হচ্ছে, কীসের মধ্য দিয়ে তাঁরা যাচ্ছেন, সেটা ভাবতেও পারছি না। যাঁরা প্রাণ হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, সবার জন্য প্রার্থনা করছি। ২০২০ সালটা আসলেই আমাদের ধসিয়ে দিচ্ছে। আমাদের এই বিশ্বটার সুস্থ হয়ে ওঠা দরকার।’

অস্ট্রেলিয়ার দাবানল, করোনাভাইরাস...এরপর লেবাননের এই দুঃস্বপ্ন—২০২০ আসলেই একের পর এক দুঃস্বপ্ন নিয়ে আসছে।