মেসি অবসর নেবেন ৪ বছর পর, বার্সা থেকেই

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফাইল ছবি
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ফাইল ছবি

বার্সেলোনায় আগের মতো আর সুখে নেই লিওনেল মেসি—এই কথাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। ক্লাব কর্মকর্তাদের একাংশের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর, সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের কিছু কাজ আর সিদ্ধান্তে খুশি নন তিনি। সম্প্রতি তো এমন খবরও এসেছে, বার্সেলোনাতে আর থাকবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। কেউ কেউ তো তাঁর সম্ভাব্য গন্তব্যের কথাও বলে দিয়েছে। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলার ছাতার নিচে আবার যাবেন মেসি—শোনা যাচ্ছিল এ রকমই। তবে মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বার্তোমেউ বলেছেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বার্সা থেকেই অবসর নেবেন। সেটাও তিন বা চার বছরের মধ্যে।

ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। চুক্তি নবায়নের আলোচনা শুরু করার পর তা হঠাৎ থামিয়ে দিয়েছেন মেসি। এরপর থেকেই তাঁর বার্সা ছাড়ার গুঞ্জনের পালে জোর বাতাস লেগেছে। অনেকেই ম্যান সিটির কথা বললেও কেউ কেউ আবার মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে যাওয়ার সম্ভাবনাও দেখছেন। কিন্তু বার্তোমেউ বলছেন অন্য কথা। কাতালান ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতা ন্যু ক্যাম্প ছেড়ে কোথাও যাবেন না বলেই বিশ্বাস তাঁর।

বিইন স্পোর্টসকে বার্তোমেউ বলেছেন, ‘(মেসি যে বার্সা ছেড়ে কোথাও যাবেন না) তা শুধু আমিই বলছি না, মেসি নিজেও এটা বলে। সে তার পেশাদারি ক্যারিয়ার এখানেই শেষ করতে চায়। আর সব সময়ই বলে এসেছে তাঁর একটাই ক্লাব—বার্সেলোনা।’ এরপরই আসল কথাটি বলেছেন বার্তোমেউ, ‘আমার কোনো সন্দেহ নেই যে তিন বা চার বছর পর সে যখন ক্যারিয়ারে যতি টানবে, সেটা বার্সেলোনা থেকেই।’

মেসির কাছে বার্সেলোনার ঋণ কম নয়। তাঁর সময়েই স্পেনের ফুটবলে রাজ করতে পেরেছে ন্যু ক্যাম্পের দলটি। মেসিও ক্লাবটির সঙ্গে মায়ার বাঁধনে জড়িয়ে গেছেন। সেই ১৪ বছর বয়সে নাম লিখিয়েছেন ক্লাবটিতে। এরপর কাটিয়ে দিয়েছেন প্রায় দুই দশক। সেই বিষয়টি টেনে বার্তোমেউ বলেছেন, ‘সেই শিশুকাল থেকেই মেসি এখানে আছে। সে জানে বার্সেলোনার জার্সিটার সঙ্গে কী সম্পর্ক তার। সে এই ক্লাবের ইতিহাসের অংশ।’

সম্প্রতি মেসির সঙ্গে সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছে সেই বরফ গলাতেই কি না মেসির প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হয়েছেন বার্তোমেউ, ‘সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে শুধু সময়ের সেরা খেলোয়াড়ই নয়, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। সে বার্সেলোনায় আছে। আর এটাও পরিষ্কার করে দিয়েছে সে এখানেই থাকবে।’