পাকিস্তানি এক জেলের লাফে মুগ্ধ অলিম্পিক কিংবদন্তি

দীর্ঘ লাফে রাতারাতি আলোচনায় পাকিস্তানের আসিফ মাগসি। ছবি: টুইটার
দীর্ঘ লাফে রাতারাতি আলোচনায় পাকিস্তানের আসিফ মাগসি। ছবি: টুইটার

মানুষ কত বড়? গুণীরা বলেন স্বপ্নের সমান বড়। স্বপ্নের পিছু ছোটে বলেই মানুষ বড় হতে পারে। আসিফ মাগসি লাফ দিয়ে মোটরবাইক টপকে যাওয়ার সময়ও ভাবনাটা তাঁর মনে ছিল না। ভেবেছিলেন স্রেফ ভালো একটা ভিডিও পোস্ট করছেন। কিন্তু তোলপাড় পড়ে যাওয়ায় পাকিস্তানের টিকটক তারকার জীবনটাই এখন পাল্টে যাচ্ছে।

২১ বছর বয়সী আসিফ পেশায় জেলে। দীর্ঘ লাফ নিয়ে তাঁর দুটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পতাকা নিয়ে তিনি এক লাফে খাল পার হচ্ছেন। অন্য ভিডিওতে টপকে যান ১১টি মোটরসাইকেল। এ নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় পড়ে যাওয়ার পর তা নজরে পড়ে অ্যাথলেটিকস ফেডারেশন অব পাকিস্তানের (এএফপি) সভাপতি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আকরাম শাহীর, ‘নাশতার ফাঁকে আসিফের ভিডিও চোখে পড়ে। এতটাই ভালো লাগে যে তখনই ওর খোঁজ নিতে বলি। লাহোরে নিয়ে এসে পেশাদার অ্যাথলেটের অনুশীলন শুরু করাতে বলি। ছেলেটা ঈশ্বরপ্রদত্ত প্রতিভা। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো শুন্যে তার নড়াচড়া যেটা তাকে বিশ্বমানের অ্যাথলেট বানাতে পারে।’

আকরাম শাহী দীর্ঘ লাফে পাকিস্তানের সাবেক চ্যাম্পিয়ন। শুধু তিনি-ই নন, অলিম্পিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড কিংবদন্তি কার্ল লুইসও আসিফের প্রতিভায় মুগ্ধ। অলিম্পিকে নয়বারের এ সোনাজয়ী এক টুইটে আসিফের বিশ্বমানের অ্যাথলেট হওয়ার সম্ভাবনাই দেখিয়েছেন, ‘ভয়ডর না থাকায় তার মনোযোগটা নিখুঁত।’

পাকিস্তানের সামরিক বাহিনী যোগাযোগ করেছে আসিফের সঙ্গে। তাঁকে সামরিক কোচদের অধীনে অনুশীলন করানো হবে এবং অ্যাথলেটিকস দলের জন্য বিবেচনা করা হয়েছে। পাকিস্তানে দীর্ঘ লাফে ২১ ফুট পার হওয়ার রেকর্ড হাই স্কুল পর্যায়ে। আসিফ তাঁর ভিডিওতে ২২ ফুট পার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানে দীর্ঘ লাফে জাতীয় রেকর্ড ২৫.৫ ফুট, বিশ্বরেকর্ড ২৯.৩ ফুট।

আসিফকে নিয়ে কার্ল লুইসের টুইট। ছবি: টুইটার
আসিফকে নিয়ে কার্ল লুইসের টুইট। ছবি: টুইটার

টুইটারে আসিফের একটি ভিডিও দেখা হয়েছে ৮ লাখ ২০ হাজার বার। লাইকসংখ্যা ৩২ হাজার। পাকিস্তান ক্রিকেট বোর্ডও আসিফের প্রতিভা দেখে টুইট করেছে , ‘পাকিস্তান প্রতিভার আশীর্বাদপুষ্ট। আসিফ মাগসি, আশা করি কঠোর পরিশ্রম ধরে রেখে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করবে।’ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের স্ত্রী ও সমাজকর্মী শানিয়েরা আকরামের টুইট, ‘সে অবিশ্বাস্য। ভাবতেই ভয় লাগে, আমরা এমন কত প্রতিভা হেলায় নষ্ট করছি।’

মোটরসাইকেল টপকে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সংবাদমাধ্যমকে আসিফ বলেছেন, 'এটা আমার ব্যক্তিগত সর্বোচ্চ। খুব সাড়া পেয়েছি, এতটুকুই।’ কিন্তু পাকিস্তান সামরিক বাহিনী থেকে ডাক পাওয়ার পর তাঁর অনুভূতিটা এ রকম, ‘খাল ও বাইকের ওপর দিয়ে লাফ দেওয়ার চেস্টা করেছি বেশ আগে থেকে। ভিডিও বানানো শুরু করি, বিশ্বকে আমার ভালোবাসার জায়গাটা দেখাই। শৈশব থেকে স্বপ্ন ছিল পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দেব। দেশকে গর্বিত করতে চেয়েছি।’