রামোস নেই, তাই ম্যানচেস্টার সিটিই ফেবারিট

অধিনায়কের অভাব আজ ভালোভাবেই টের পাবে রিয়াল। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার
অধিনায়কের অভাব আজ ভালোভাবেই টের পাবে রিয়াল। ছবি: রিয়াল মাদ্রিদ টুইটার

অপেক্ষা ফুরাচ্ছে আজ। চ্যাম্পিয়নস লিগ ফিরছে মাঠে। প্রথম দিনেই জিভে জল এনে দেওয়ার মতো দুটি ম্যাচ। আজ বাংলাদেশ সময় রাত একটায় একদিকে লিঁওর বিপক্ষে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দলবল। ওদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ।

ম্যাচের সময় ছাড়াও আরেকটি মিল আছে রোনালদো ও রিয়ালের মাঝে। আজ পিছিয়ে থেকেই শেষ ষোলোর দ্বিতীয় লেগ শুরু করবে তারা। তবে জুভেন্টাস খেলবে নিজেদের মাঠে, আর রিয়ালের কঠিন পরীক্ষা সিটির মাঠে। জুভেন্টাস যেখানে সেরা অস্ত্র নিয়েই মাঠে নামছে, সেখানে রিয়ালকে খেলতে হবে অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া। আর এ কারণেই আজ ম্যানচেস্টার সিটিকে ফেবারিট মানছেন ফ্যাবিও ক্যাপেলো।

রিয়ালের মাঠে প্রথম লেগে ২-১ গোলের জয় সিটির বেশ সুবিধা করে দিয়েছে। প্রতিপক্ষের মাঠে দুই গোল করার সুবিধা তো পাচ্ছেই, সে সঙ্গে রিয়াল রক্ষণের মূল ভরসা সেদিন লাল কার্ড দেখায় আজ খেলতে পারছেন না। ফলে আজ রিয়ালের জন্য কাজটা বেশ কঠিন। এ মৌসুমে লিগে ম্যাচ প্রতি দুই গোল না করতে পারা দলটিকে আজ অন্তত দুই গোল করতে হবে এবং গোলবার অটুট রেখে জিততে হবে।

চ্যাম্পিয়ন লিগ বলেই নিজের সাবেক ক্লাবের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্যাপেলো। কিন্তু রামোস ছাড়া কাজটা প্রায় অসম্ভব বলেই মানছেন, ‘রিয়াল কি জিততে পারে? এটা সম্ভব, কারণ রিয়ালের জন্য এমন ম্যাচ খেলাটা সহজাত। এমন চাপ রিয়াল মাদ্রিদকে সাহায্য করে। ওরা লা লিগাটা দারুণভাবে শেষ করেছে এবং শিরোপা জিতেছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে ওদের। সার্জিও রামোস ছাড়া রক্ষণ সামলানো খুব কঠিন হবে।’

গত চ্যাম্পিয়ন লিগেও শেষ ষোলো থেকে বাদ পড়েছিল রিয়াল। সেবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের জয় পাওয়া রিয়াল নিজেদের মাঠে নেমেছিল রামোসকে ছাড়া। ঘরের মাঠে আয়াক্সের কাছে ৪-১ গোলের দুঃস্বপ্ন দেখেছিল দলটি। আজ সিটির বিপক্ষেও তাই রিয়ালের পক্ষে বাজি ধরার লোক কম।

লরিয়াস ডট কমের সঙ্গে কথোপকথনে ক্যাপেলো রামোস না থাকার ফলে আর কী কী অসুবিধা হবে সেটাও ব্যাখ্যা করেছেন, ‘সার্জিও রামোস দলের অধিনায়ক। ড্রেসিংরুমের নেতা… মাঠেও সে–ই নেতৃত্ব দেয়। ওর ব্যক্তিত্ব অন্য সব খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ।’

রোনালদো চলে যাওয়ার পর রিয়ালের হয়ে মাঠে আগ্রাসী নেতৃত্বের কাজটা একাই বহন করতে হচ্ছে রামোসকে। ক্যাপেলো তাই আজ অন্য ধরণের নেতৃত্ব থেকে অনুপ্রেরণা নিতে বলছেন ভারানে-বেনজেমাদের, ‘দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা জিদান। আমাকে কে যেন বলেছে, সে যখন কথা বলে সব খেলোয়াড় চুপ হয়ে যায়। সবাই বোঝার চেষ্টা করে সে কী বলতে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ।’

জিদানের মতোই যার কথা সবাই চুপ হয়ে শোনেন এমন এক কোচ সিটির ডাগ আউটেও থাকবেন। পেপ গার্দিওলার কোচিং পদ্ধতিরও বড় ভক্ত ক্যাপেলো। তাই শেষ পর্যন্ত রামোসের অনুপস্থিতিই ব্যবধান গড়ে দেবে বলে ধারণা ক্যাপেলোর, ‘লিগের শেষ দুই ম্যাচে ম্যানচেস্টার সিটি দুর্দান্ত ফর্মে ছিল। ওরা যখন আক্রমণে যায় খুব ভয়ংকর দেখায়। অতীতে গার্দিওলা মিডফিল্ডে ট্যাকটিকাল ভুল করত, কিন্তু এখন বল হারালে কেড়ে নেওয়ার চেষ্টা করে। সিটির সঙ্গে খেলার ঝামেলা হলো আপনাকে রক্ষণটা জানতে হবে। তাই আমি ম্যানচেস্টার সিটিকেই বেছে নেব। কারণ সিটির বিপক্ষে গোলবার অক্ষত রাখার কাজটা রামোস ছাড়া খুব কঠিন হবে রিয়ালের জন্য।’