দলবদল: বার্সার নজরে সিটি তারকা

ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা। ছবি : এএফপি
ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা। ছবি : এএফপি

আদৌ কি নেইমার পিএসজি ছেড়ে বার্সেলোনায় যাবেন? গ্যারেথ বেল কি রিয়াল মাদ্রিদ ছাড়তে পারবেন? কুতিনহো কি বার্সায় থাকতে পারবেন? জেডন সানচোর কী অবস্থা? কিলিয়ান এমবাপ্পে কি রিয়ালে যেতে পারবেন? লিভারপুল-ম্যান সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

এ রকম হাজারো প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল চলছে এখন। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? কার কোন ক্লাবে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই? আসুন এক নজরে দেখে নেওয়া যাক!

সাম্প্রতিক দলবদল

যেসব দলবদল হয়ে গেছে

ট্রয় প্যারট (টটেনহাম থেকে মিলওয়াল, ধার)

ম্যাক্স ক্রুস (ফেনেরবাচে থেকে উনিয়ন বার্লিন, ফ্রি)

অ্যাক্সেল দিসাসি (রিম থেকে মোনাকো, ১১.৭ মিলিয়ন পাউন্ড)

ক্রিস্টিয়ান ফ্রুখটল (বায়ার্ন মিউনিখ থেকে নুর্নবার্গ, ধার)

সারপ্রীত সিং (বায়ার্ন মিউনিখ থেকে নুর্নবার্গ, ধার)

দানিয়েল আরজানি (ম্যানচেস্টার সিটি থেকে উট্রেখট, ধার)

উইলিয়াম বিয়ান্দা (এএস রোমা থেকে জুলতে ওয়েগেরেম, ধার)

আরদা তুরান (বার্সেলোনা থেকে গ্যালাতাসারাই, ফ্রি)

অ্যালেক্সিস সানচেজ (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলান, ফ্রি)

গুস্তাভো মাইয়া (সাও পাওলো থেকে বার্সেলোনা, ৩.৫ মিলিয়ন পাউন্ড)

পিয়েরে কালুলু (অলিম্পিক লিওঁ থেকে এসি মিলান)

পার্সি তাউ (ব্রাইটন থেকে আন্ডারলেখট, ধার)

ফেরান তোরেস (ভ্যালেন্সিয়া থেকে ম্যানচেস্টার সিটি, ২০.৯ মিলিয়ন পাউন্ড)

নাথান আকে (বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটি, ৪১ মিলিয়ন পাউন্ড)

টিমো ভের্নার (আর বি লাইপজিগ থেকে চেলসি, ৪৮ মিলিয়ন পাউন্ড)

হাকিম জিয়েখ (আয়াক্স থেকে চেলসি, ৩৬ মিলিয়ন পাউন্ড)

মিরালেম পিয়ানিচ (জুভেন্টাস থেকে বার্সেলোনা, ৫৪ মিলিয়ন পাউন্ড)

ভিক্টর ওসিমহেন (লিল থেকে নাপোলি, ৬৩ মিলিয়ন পাউন্ড)

টমাস মঁনিয়ে (পিএসজি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ফ্রি)

আলভারো নেগ্রেদো (আল নাসর থেকে কাদিজ, ফ্রি)

লিরয় সানে (ম্যানচেস্টার সিটি থেকে বায়ার্ন মিউনিখ, ৪১ মিলিয়ন পাউন্ড)

জুড বেলিংহাম (বার্মিংহাম সিটি থেকে বরুসিয়া ডর্টমুন্ড, ২৫ মিলিয়ন পাউন্ড)

আর্থুর মেলো (বার্সেলোনা থেকে জুভেন্টাস, ৬৫ মিলিয়ন পাউন্ড)

সান্তি কাসোরলা (ভিয়ারিয়াল থেকে আল সাদ, ফ্রি)

আশরাফ হাকিমি (রিয়াল মাদ্রিদ থেকে ইন্টার মিলান, ৩৬ মিলিয়ন পাউন্ড)

আনহেল গোমেস (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লিল, ফ্রি)

ম্যাক্সিম গনালনস (এএস রোমা থেকে গ্রানাদা, ৩.৬ মিলিয়ন পাউন্ড)

জোয়েল ভেল্টমান (আয়াক্স থেকে ব্রাইটন, ০.৯ মিলিয়ন পাউন্ড)

সিমোনে ভের্দি (নাপোলি থেকে তোরিনো, ১৮ মিলিয়ন পাউন্ড)

দানি গোমেস (রিয়াল মাদ্রিদ থেকে লেভান্তে, ২.৩ মিলিয়ন পাউন্ড)

দেজান লভরেন (লিভারপুল থেকে জেনিত সেন্ট পিটাসবার্গ, ১০.৯ মিলিয়ন পাউন্ড)

টমাস সুচেক (স্লাভিয়া প্রাগ থেকে ওয়েস্ট হাম, ১৯.১ মিলিয়ন পাউন্ড)

লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড থেকে মার্শেই, ধার)

সুসো (এসি মিলান থেকে সেভিয়া, ২১.৭ মিলিয়ন পাউন্ড)

কনস্তানতিনোস মাভ্রোপানোস (আর্সেনাল থেকে স্টুটগার্ট, ধার)

সিমোন কায়ের (সেভিয়া থেকে এসি মিলান, ৩.২ মিলিয়ন পাউন্ড)

সলোমোন কালু (হার্থা বার্লিন থেকে বোটাফোগো, ফ্রি)

ওমর তোপরাক (বরুসিয়া ডর্টমুন্ড থেকে ভেরডার ব্রেমেন, ৩.৬ মিলিয়ন পাউন্ড)

হোয়াং হি চ্যান (রেড বুল সালজবুর্গ থেকে আর বি লাইপজিগ, ৮.১ মিলিয়ন পাউন্ড)

মার্টিন টেরিয়ার (লিওঁ থেকে রেনেঁ, ১০.৭ মিলিয়ন পাউন্ড)

তাঙ্গি কুয়াসি (পিএসজি থেকে বায়ার্ন মিউনিখ, ফ্রি)

ম্যাথিউস ফার্নান্দেস (পালমেইরাস থেকে বার্সেলোনা, ৬.৩ মিলিয়ন পাউন্ড)

বুরাক ইলমাজ (বেসিকতাস থেকে লিল, ফ্রি)

লুকাস মাই (বায়ার্ন মিউনিখ থেকে ডার্মস্টাট, ধার)

এভার বানেগা (সেভিয়া থেকে আল শাবাব, ফ্রি)

যেসব দলবদল হতে পারে

বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা)

কনস্তানতিনোস সিমিকাস (অলিম্পিয়াকোস থেকে লিভারপুল)

ইথান আমপাদু (চেলসি থেকে ফুলহাম)

সান্দ্রো তোনালি (ব্রেসিয়া থেকে ইন্টার মিলান/এসি মিলান)

পেদ্রো রদ্রিগেজ (চেলসি থেকে এএস রোমা)

হ্যারি উইলসন (লিভারপুল থেকে বোর্নমাউথ/লিডস ইউনাইটেড/সাউদাম্পটন)

হোসে হুয়ান মাসিয়াস (গুয়াদালাহারা থেকে রিয়াল সোসিয়েদাদ)

জোশুয়া কিং (বোর্নমাউথ থেকে পিএসজি)

কেইতা বালদে দিয়াও (মোনাকো থেকে ভ্যালেন্সিয়া)

ক্রিস্তফ পিওন্তেক (হার্থা বার্লিন থেকে ফিওরেন্টিনা)

নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি থেকে ভ্যালেন্সিয়া)

বার্ট্রান্ড ট্রায়োরে (অলিম্পিক লিওঁ থেকে রিয়াল বেতিস)

ক্রিস উড (বার্নলি থেকে লাৎসিও)

রিকার্দো রদ্রিগেজ (এসি মিলান থেকে তোরিনো)

প্যাট্রিক দে পলা (পালমেইরাস থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ/মার্শেই/ইন্টার মিলান)

হামেস রদ্রিগেজ (পিএসজি/আর্সেনাল/ম্যানচেস্টার ইউনাইটেড)

কালিদু কুলিবালি (নাপোলি থেকে পিএসজি)

ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ থেকে পিএসজি)

মিলান স্ক্রিনিয়ার (ইন্টার মিলান থেকে পিএসজি)

ডেভিড নেরেস (আয়াক্স থেকে লিল)

লুকাস তোরেইরা (আর্সেনাল থেকে এসি মিলান/অ্যাটলেটিকো মাদ্রিদ/ফিওরেন্টিনা)

জেকি চেলিক (লিল থেকে টটেনহাম)

লওতারো জিয়ানেত্তি (ভেলেজ সার্সফিল্ড থেকে রিয়াল বেতিস)

নিকোলা মিলেঙ্কোভিচ (ফিওরেন্টিনা থেকে ইন্টার মিলান)

জ্যাঁ-ক্লাইর তোদিবো (বার্সেলোনা থেকে লেস্টার সিটি/এভারটন)

বেন হোয়াইট (ব্রাইটন থেকে লিভারপুল/লিডস ইউনাইটেড)

গ্যাব্রিয়েল মাগালহেস (লিল থেকে আর্সেনাল/ম্যানচেস্টার ইউনাইটেড/এভারটন)

ফেলিপে কায়সেদো (লাৎসিও থেকে আল ঘারাফা)

অ্যালেক্স মেরেত (নাপোলি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)

ক্লদিও ব্রাভো (ম্যানচেস্টার সিটি থেকে রিয়াল বেতিস)

দিওগো লেইতে (পোর্তো থেকে ভ্যালেন্সিয়া)

নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট থেকে এসি মিলান/এএস রোমা/নাপোলি/লাৎসিও/ইন্টার মিলান)

জর্জিনহো (চেলসি থেকে জুভেন্টাস)

বরনা বারিসিচ (রেঞ্জার্স থেকে লিডস ইউনাইটেড)

মার্সেলো ব্রোজোভিচ (ইন্টার মিলান থেকে টটেনহাম/বায়ার্ন মিউনিখ)

ফিকায়ো তোমোরি (চেলসি থেকে রেনেঁ)

শালেয়ার সোয়ুঞ্চু (লেস্টার সিটি থেকে বার্সেলোনা)

এডিনসন কাভানি (পিএসজি থেকে অ্যাটলেটিকো মিনেইরো)

জোনাথান ডেভিড (জেন্ট থেকে লিল)

সভেন উলরেইখ (বায়ার্ন মিউনিখ থেকে সেল্টিক)

জোয়াও ফেলিক্স (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটি)

মার্কোস আলোনসো (চেলসি থেকে সেভিয়া)

দাভিদে কালাব্রিয়া (এসি মিলান থেকে সেভিয়া/রিয়াল বেতিস)

এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা)

জামাল লুইস (নরউইচ সিটি থেকে লিভারপুল)

অ্যারন রামসডেল (বোর্নমাউথ থেকে শেফিল্ড ইউনাইটেড)

থমাস লেমার (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এভারটন)

অ্যালান (নাপোলি থেকে এভারটন)

সাদিও মানে (লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদ)

রাফায়েল লিয়াও (এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদ)

হাভি মার্তিনেজ (বায়ার্ন মিউনিখ থেকে রেনেঁ)

তিমু বাকায়োকো (চেলসি থেকে এসি মিলান)

রাফিনিয়া আলকানতারা (সেল্টা ভিগো থেকে এভারটন/উলভারহ্যাম্পটন)

হুসাম আউয়ার (অলিম্পিক লিওঁ থেকে জুভেন্টাস)

হোসে হিমেনেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসি)

এমারসন (রিয়াল বেতিস থেকে পিএসজি)

জেডন সানচো (বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড)

তাহিত চং (ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ভেরডার ব্রেমেন)

দানি পারেহো (ভ্যালেন্সিয়া থেকে ভিয়ারিয়াল)

ফ্রানসিস কোকেলান (ভ্যালেন্সিয়া থেকে ভিয়ারিয়াল)

মেম্ফিস ডিপাই (অলিম্পিক লিওঁ থেকে বরুসিয়া ডর্টমুন্ড)

জোনাথন ইকোনে (লিল থেকে বরুসিয়া ডর্টমুন্ড)

থিয়াগো আলকানতারা (বায়ার্ন মিউনিখ থেকে লিভারপুল/পিএসজি)

আইসা মান্দি (রিয়াল বেতিস থেকে লিভারপুল)

সার্জিও রেগিলন (রিয়াল মাদ্রিদ থেকে চেলসি/নাপোলি)

কাই হাভের্তজ (বেয়ার লেভারকুসেন থেকে চেলসি)

লুইস ডাঙ্ক (ব্রাইটন থেকে চেলসি)

উইলিয়ান (চেলসি থেকে আর্সেনাল/টটেনহাম/বার্সেলোনা)

পিয়েরে এমিল হোইবিয়ার্গ (সাউদাম্পটন থেকে টটেনহাম)

লুকা ইয়োভিচ (রিয়াল মাদ্রিদ থেকে মোনাকো)

তাকেফুসা কুবো (রিয়াল মাদ্রিদ থেকে ভিয়ারিয়াল)

ফ্রানসিসকো ত্রিনকাও (বার্সেলোনা থেকে লেস্টার সিটি)

মার্টিন ব্রাথওয়াইট (বার্সেলোনা থেকে ওয়েস্ট হাম)

ইভান রাকিতিচ (বার্সেলোনা থেকে সেভিয়া)

হাভিয়ের পাস্তোরে (রোমা থেকে জেনিত)

ফিলিপে কুতিনহো (বার্সেলোনা থেকে আর্সেনাল)

ব্রাহিম দিয়াজ (রিয়াল মাদ্রিদ থেকে রিয়াল বেতিস/গেতাফে)

লিও দুবোয়া (অলিম্পিক লিওঁ থেকে পিএসজি)

ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি থেকে লাৎসিও)

সার্জিও রিকো (পিএসজি থেকে লাৎসিও)

বেন চিলওয়েল (লেস্টার সিটি থেকে চেলসি)

নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স থেকে চেলসি)

মারিও বালোতেল্লি (ব্রেসিয়া থেকে সিএফআর ক্লুজ)

নুনো মেন্দেস (স্পোর্টিং লিসবন থেকে রিয়াল মাদ্রিদ)

এভারটন (গ্রেমিও থেকে বেনফিকা)