উমর আকমলের শাস্তি কমার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে পিসিবি

দেড় বছর নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। ফাইল ছবি
দেড় বছর নিষিদ্ধ হয়েছেন উমর আকমল। ফাইল ছবি

নিজেদের নিয়োগ দেওয়া নিরপেক্ষ বিচারকের রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওই রায়ে উমর আকমলের শাস্তির মেয়াদ অর্ধেক করে দিয়েছিলেন সেই বিচারক। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা কর্তৃপক্ষকে না জানানোয় তিন বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আকমল। পাকিস্তানি ব্যাটসম্যান আপিল করার পর নিষেধাজ্ঞা কমিয়ে দেড় বছর করা হয়।

আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে সরে আসবে না তারা, ‘পিসিবি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা এ ধরনের অপরাধ একদমই সহ্য করব না। পিসিবি বিশ্বাস করে ঘরোয়া ও আন্তর্জাতিকভাবে দুর্নীতি বিরোধী অনেকগুলো সেশনে অংশ নেওয়ার পর উমর আকমলের মতো অভিজ্ঞ ক্রিকেটারের তো পরিণতিটা জানা উচিত ছিল। সে তো দুর্নীতির পরিণতি খুব কাছ থেকেই দেখেছে। তবু সে যথাযথ কর্তৃপক্ষকে প্রস্তাব পাওয়ার কথা বলেনি।’

পিসিবি বলছে উমরের শাস্তি কমানোর রায় পর্যবেক্ষণ করেই তারা সুইজারল্যান্ডে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, ‘দুর্নীতিতে উমর নিষিদ্ধ হওয়ায় পিসিবি গর্ব করতে পারে না। তবে আমাদের দরকার ছিল স্পষ্ট একটা বার্তা দেওয়া। আমরা সবাইকে জানিয়ে দিয়েছি তিনি যেই হোন না কেন কোনো ধরনের বিধি ভঙ্গ মেনে নেব না।’

নিষেধাজ্ঞা অর্ধেক হয়ে যাওয়ায় ৩০ বছর বয়সী আকমলের ক্রিকেটে ফেরার কথা ২০২১ সালের আগস্টে।