বার্সার ডাগআউটে স্বপ্নের দল বানাতে চান জাভি

যেদিন বার্সেলোনার কোচ হবেন, ডাগআউটে সাবেক সতীর্থদের অনেককেই ফেরাবেন বলে জানিয়েছেন জাভি। ফাইল ছবি
যেদিন বার্সেলোনার কোচ হবেন, ডাগআউটে সাবেক সতীর্থদের অনেককেই ফেরাবেন বলে জানিয়েছেন জাভি। ফাইল ছবি

একদিন বার্সেলোনার কোচ হতে চান—এ ইচ্ছার কথা আগেই জানিয়েছেন দলটির সাবেক প্লেমেকার জাভি হার্নান্দেজ। এবার আরেকটি ইচ্ছার কথাও বলেছেন—তারার মেলা বসাতে চান বার্সেলোনার ডাগআউটে। মাঠের মতো ডাগআউটেও গড়তে চান স্বপ্নের দল।

রোনালদিনহো, লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, কার্লোস পুয়োল...একুশ শতকের প্রথম দশকের মাঝামাঝি সময়ে স্বপ্নের এক দলই ছিল বার্সেলোনার। স্বপ্নের এই দলের সারথি ছিলেন পেপ গার্দিওলা। ডাগআউটে তিনি দলটিকে চালাতেন দক্ষ এক অর্কেস্ট্রা কনডাক্টরের মতো। স্বপ্নের সেই দল এখন আর নেই ন্যু ক্যাম্পে। রোনালদিনহো, জাভি, পুয়োল, ইনিয়েস্তারা ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই। একমাত্র মেসিই এখনো খেলছেন বার্সেলোনায়।

তবে বার্সায় আবার স্বপ্নের দল গড়তে চান সাবেক তারকা জাভি। মাঠে নয়, স্বপ্নের দল তিনি গড়তে চান ডাগআউটে। যেদিনই বার্সার কোচ হন না কেন, জাভি পাশে চান কার্লোস পুয়োল ও জর্ডি ক্রুইফকে। সব মিলিয়ে ভালো একটি কোচিং দল গড়ে বার্সাকে আবার একুশ শতকের মাঝামাঝি সেই দলের মতো বানাতে চান জাভি।

বার্সেলোনার কোচ হওয়ার সুযোগ জাভি আগেই পেয়েছিলেন। কিকে সেতিয়েনকে নিয়ে আসার আগে কাতারের ক্লাব আল সাদের কোচ জাভির শরণাপন্ন হয়েছিল বার্সেলোনার বোর্ড। কিন্তু সেই সময় তিনি বলেছিলেন, নিজেকে আরেকটু ভালোভাবে প্রস্তুত করে তুলতে চান। কিন্তু স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার একদিন না একদিন বার্সার কোচ হবেন বলেই বিশ্বাস অনেকের। যখন বার্সার কোচ হবেন তাঁর কোচিং দলের চেহারা কেমন হবে সেটাও জানিয়ে দিয়েছেন জাভি, ‘কোচিং অভিজ্ঞতা অর্জন করে যেতে পেরে আমি খুশি। তবে একদিন বার্সার কোচ হতে পারাটা আমার জন্য হবে দারুণ এক ব্যাপার।’

এরপরই আসল কথাটা বলেছেন জাভি। সম্প্রতি এল পাইসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আমি (ডাগআউটে) একটা স্বপ্নের দল চাই। সেখানে জর্ডি ক্রুইফ থাকবে, থাকবে কার্লোস পুয়োল। এ ছাড়া বর্তমান খেলোয়াড়দের অনেকে। ক্লাবটিকে জানে, গুরুত্বপূর্ণ এমন লোকেদের সমন্বয়ে আমি একটি দল গঠন করতে চাই। আমি আমার কোচিং দলে এমন লোক চাইব, যাদের ওপর আমি বিশ্বাস করতে পারি আর তারাও আমাকে মেনে চলবে।’

আগে সুযোগ না নেওয়া নিয়েও কথা বলেছেন জাভি। তাঁর কথা, ‘জানুয়ারিতে আমি তাদের বলেছিলাম যে এটা সঠিক সময় নয়। এরপর আমার সঙ্গে আর যোগাযোগ করেনি তারা।’ এ মৌসুম শেষে সেতিয়েন আর বার্সেলোনার কোচ থাকবেন কি না তা নিয়ে সংশয় আছে। তবে বর্তমান কোচ সেতিয়েনের কাজে মুগ্ধ জাভি, ‘সেতিয়েনের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বার্সার যেটা প্রয়োজন, সে রকম একটা স্টাইলেই দলকে খেলান তিনি। যেটা ক্রুইফের স্টাইলের মতো। তবে এর সঙ্গে ফলও পেতে হবে।’

বার্সেলোনার বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন জাভি। কথা বলেছেন মেসির ভবিষ্যৎ নিয়েও। এসব নিয়ে এল পাইসকে বলা তাঁর কথার মর্মার্থটা এ রকম, ‘মেসির বার্সাকে প্রয়োজন। বার্সারও মেসিকে প্রয়োজন। মেসিকে খুশি রাখতে হবে। কারণ মেসির ওপর ভর করে আরও শিরোপা জিততে পারে বার্সেলোনা। মেসির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। আমি তাকে অনেক শ্রদ্ধাও করি।’