নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ লিটন আর রোনালদোর ‘অন্য রকম’ তৃপ্তি

নায়াগ্রা জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ লিটন দাস। নিজে গোল পাননি, দলও জেতেনি। তবু তৃপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো। দলের সঙ্গে ঘুরছেন তাসকিন আহমেদ। লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যাওয়ার ঘোষণা জর্ডান হেন্ডারসনের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
নিজে গোল পাননি, দলও জেতেনি। তবু তৃপ্ত ক্রিস্টিয়ানো রোনালদো। প্রীতি ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর রোনালদো লিখেছেন, ‘আরেকটি ভালো পরীক্ষা। আমরা উন্নতি করছি। দারুণ সমর্থনের জন্য জাপানের সমর্থকদের ধন্যবাদ। আশা করি, শিগগির তোমাদের সঙ্গে দেখা হবে।’
ছবি: ইনস্টাগ্রাম
শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ধবলধোলাই করার পথে দারুণ বোলিং করেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ম্যাচ শেষে নাসিম অবশ্য কৃতিত্ব দিয়েছেন কোচ অ্যালবি মরকেলকে। তাঁর সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘একজন কোচের চেয়েও বেশি কিছু।’
ছবি: ইনস্টাগ্রাম
আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকে যাওয়ার ঘোষণা দিলেন জর্ডান হেন্ডারসন। চুক্তি স্বাক্ষরের ছবি দিয়ে লিখেছেন, ‘ইত্তিফাকে যোগ দেওয়ার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।’ অপেক্ষমাণ চ্যালেঞ্জ নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন বলেও জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার
ছবি: ইনস্টাগ্রাম
পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল
ছবি: ইনস্টাগ্রাম
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে ইংল্যান্ডে উড়াল দিয়েছেন ভারতীয় নারী দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। লন্ডনের ওভালে গিয়ে উপভোগ করছেন অ্যাশেজও
ছবি: ইনস্টাগ্রাম
বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম আফ্রো টি-১০ লিগে দারুণ খেলছেন তাসকিন আহমেদ। অবসরে দলের সঙ্গে ঘুরতে বেরিয়েছেন এই বাংলাদেশ পেসার
ছবি: ইনস্টাগ্রাম
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন। খেলার অবসরে ঘুরে দেখছেন দেশটি। নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়ে এর সৌন্দর্যে মুগ্ধ বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জলপ্রপাতের ওপর রংধনুর রেখা সৌন্দর্যের মাত্রাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে
ছবি: ইনস্টাগ্রাম