প্রিমিয়ার লিগে ফিরছেন সাকিব

প্রিমিয়ার লিগে ফিরছেন সাকিব আল হাসানশামসুল হক

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে ঢাকা প্রিমিয়ার লিগের ৩টি ম্যাচ খেলেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে একটি হাফ সেঞ্চুরির (৫৩) পাশাপাশি বোলিংয়ে তিনি ছিলেন বেশ ধারাবাহিক। ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। চট্টগ্রাম টেস্টের পর অবশ্য শেখ জামালের হয়ে খেলেননি সাকিব। তবে জিম্বাবুয়ে সিরিজের আগে আরও কিছু ম্যাচ খেলবেন এই তারকা অলরাউন্ডার।

আগামীকাল ফতুল্লায় পারটেক্সের বিপক্ষে খেলবে শেখ জামাল। এ ম্যাচে সাকিব না থাকলেও আবাহনীর বিপক্ষে ১৮ এপ্রিলের ম্যাচ খেলবেন তিনি। এরপর সুপার লিগেও সাকিবকে পাবে দলটি। শেখ জামালের কোচ সোহেল ইসলাম আজ মিরপুরে সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন

সাকিবের ফেরার ব্যাপারে জানতে চাইলে সোহেল ইসলাম বলেন, সাকিব আপাতত ছুটিতে আছেন। কালকের ম্যাচ না খেলে পরের ম্যাচ খেলার সম্ভাবনা আছে। সুপার লিগেও তাঁকে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে শেখ জামাল কোচের কথা, ‘নিশ্চয়ই আশাবাদী।’

সাকিব ফিরলে শেখ জামালের ভালো করার সম্ভাবনাও বাড়বে, এমনটাই মনে করেন সোহেল, সাকিব থাকলে দলের ভারসাম্য খুব ভালো হয়ে যায়। খেলোয়াড়দের মধ্যেও একটা প্রভাব থাকে।

শেখ জামালের হয়ে মাঠে দেখা যাবে সাকিবকে
ফেসবুক

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আবাহনী পরই আছে শেখ জামাল। ৯ ম্যাচে অপরাজিত আবাহনীর ৯ জয়ে পয়েন্ট ১৮। সমান ম্যাচে ৭ জয়ে শেখ জামালের পয়েন্ট ১৪, রান রেটে এগিয়ে থাকায় শেখ জামাল এখন পয়েন্ট তালিকার দুইয়ে। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে টানা জিততে হবে শেখ জামালের। আবাহনীর হারের অপেক্ষা থাকতে হবে।

নাজমুল-তাসকিনদের হারানোর সুযোগও আছে শেখ জামালের। শেষ রাউন্ডে দুই দলের দেখা হবে। সুপার লিগেও মুখোমুখি হবে শক্তিশালী দুই দল। সে ম্যাচের আগে নিজেদের শক্তির কথাও একবার মনে করিয়ে দিয়েছেন দলের কোচ সোহেল, ‘আবাহনী অনেক ভালো দল। জাতীয় দলের অনেক খেলোয়াড় আছেন আবাহনীতে। তবে ক্রিকেট খেলা, জানেন তো। আমাদের দলও বেশ ভালো। দুই বছর আগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। গত বছর যে দুটি ম্যাচ খেলেছি, এর মধ্যে আমরা একটাতে জিতেছি। আমাদের দল কিন্তু খুব একটা বদলায়নি। যখন আবাহনীর সঙ্গে খেলা হবে, তখন আমাদের চেষ্টা থাকবে ভালো করার।’