আর্জেন্টিনার যুবাদের সাহস জোগালেন বিশ্বজয়ী দি মারিয়া

আনহেল দি মারিয়াছবি: রয়টার্স

আনহেল দি মারিয়ার টুইটেই উদ্বুদ্ধ হয়ে কি না কে জানে! কোপা আমেরিকা অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেল আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ দল। পেরুর অনূর্ধ্ব ২০ দলকে ১-০ গোল হারিয়েছে আর্জেন্টিনা। প্রতিযোগিতার প্রথম দুই ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার কাছে হেরেছে আর্জেন্টিনা।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হাভিয়ের মাসচেরানোর দলের। এই ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন দি মারিয়া। ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ী দি মারিয়া লিখেছিলেন, ‘জেগে ওঠো বাচ্চারা।’

আরও পড়ুন

গত বছর লিওনেল মেসি, দি মারিয়াদের সাবেক সতীর্থ মাসচেরানো আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের দায়িত্ব নেন। তাঁর দল ম্যাচের শুরু থেকে পেরুকে চেপে ধরেছিল আর্জেন্টিনা। তবে প্রথম গোল পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল ৪০ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনার হয়ে গোল করেন ইনফান্তিনো।

আর্জেন্টিনার হয়ে গোল করেন ইনফান্তিনো
ছবি: টুইটার

এরপর পেরুর রক্ষণে বেশ কয়েকটি আক্রমণ করেও আর গোল পায়নি আর্জেন্টিনা। তবে এই ম্যাচ জয়ের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারত মাসচেরানোর দল। অন্য ম্যাচে ব্রাজিল- কলম্বিয়ার ১-১ গোলে ড্র করায় এখনো টুর্নামেন্টে টিকে আছে তারা। আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেরু।

আরও পড়ুন

আর্জেন্টিনা প্রতিযোগিতার প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারে ৩-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে আর্জেন্টিনার অবস্থান এখন চতুর্থ।

সমান ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আর প্যারাগুয়ে আছে শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর দল কলম্বিয়া। টুর্নামেন্টের পরের রাউন্ড যেতে হলে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে।