এক ফ্রেমে পাকিস্তান ক্রিকেটের নায়কেরা

শাদাব খানের বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শচীন টেন্ডুলকার গেলেন মোটর রেস দেখতে আর দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের উমগানু লজ ডাকছে কেভিন পিটারসেনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি–
১ / ৭
ছেলের সঙ্গে পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমি। ছবিটি দিয়ে লিখেছেন, ‘তোমার আনন্দ আমাকে আরও ভালো মানুষ হতে উৎসাহ দেয়।’
ইনস্টাগ্রাম
২ / ৭
তাহলে কম গতির গাড়িও চালান কার্লোস সাইঞ্জ! ফরমুলা ওয়ানের এই চালক ছবিটি দিয়ে লিখেছেন, ‘সপ্তাহান্তে যাচ্ছি।’
ইনস্টাগ্রাম
৩ / ৭
সময়টা খারাপ হলে মন ভালো করতে তো ভালো সময়েরই স্মৃতিচারণা করতে হয়! স্ত্রী–কন্যাদের সঙ্গে ছবিটি ডেভিড ওয়ার্নার দিয়েছেন নাগপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যখন খাদের কিনারায় ছিল!
ইনস্টাগ্রাম
৪ / ৭
উমগানু লজ টানছে কেভিন পিটারসেনকে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের এ লজটির ছবি দিয়ে লিখেছেন এমনটাই
ইনস্টাগ্রাম
৫ / ৭
ভয়ংকর গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সেরে উঠছেন ঋষভ পন্ত। ভারতের ক্রিকেটার ছবিটি দিয়ে লিখেছেন, ‘এক পা এগোনো, আরও একটু শক্তিশালী, আরেকটু ভালো।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
হায়দরাবাদে হচ্ছে মোটর রেস। হায়দরাবাদ ই প্রির সেই রেসে মাহিন্দ্রা দলের সমর্থন করতে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার
ইনস্টাগ্রাম
৭ / ৭
বিয়ের কাজটা সেরেছেন আগেই। কাল হলো বিশাল অনুষ্ঠান। শাদাব খানের সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক ও বর্তমান তারকাদের অনেকেই। এ ছবিটি দিয়ে আবিদ আলী লিখেছেন, ‘এক ফ্রেমে পাকিস্তানের নায়কেরা।’
ইনস্টাগ্রাম