তামিম কি কোথাও ঘুরছেন

বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। চেন্নাইয়ে সাকিবরা যখন ফিল্ডিংয়ে, ইনস্টাগ্রামে ঘোরাঘুরির ছবি প্রকাশ করেছেন তামিম ইকবাল। এদিকে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা আজ ব্যস্ত ছিলেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে, কালই যে বিশ্বকাপে দুই দলের সবচেয়ে বড় ম্যাচ। বিশ্বকাপে মাঠে ও মাঠের বাইরে মুহূর্ত তৈরি হচ্ছে প্রতিনিয়তই। তেমনই কিছু ছবি—
১ / ৭
রানআউট থেকে বাঁচতে মরিয়া চেষ্টায় ডাইভ দিলেন কেইন উইলিয়ামসন। কিউই অধিনায়ক এ যাত্রায় তো বটেই, ম্যাচেই আর আউট হননি। ৭৮ রান করে মাঠ ছেড়েছেন আহত অবসর হয়ে। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে
ছবি: এএফপি
২ / ৭
দেখি তো উইকেটটা কেমন? আগামীকালের ভারত ম্যাচ সামনে রেখে আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট বোঝার চেষ্টা করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম
ছবি: এএফপি
৩ / ৭
ফুটবলার হলে সূর্যকুমার যাদব সম্ভবত ভালো খেলোয়াড়ই হতেন...
ছবি: রয়টার্স
৪ / ৭
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে ড্রোন চালিয়ে দেখছে আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
ছবি: এএফপি
৫ / ৭
বাংলাদেশ দল ধর্মশালা থেকে চলে এসেছে তিন দিন আগেই। তবে সেখানে ঘোরাঘুরির ছবিটি হাসান মাহমুদ পোস্ট করেছেন আজ
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
ব্যাটিংয়ের সময় মাংসপেশিতে টান লেগেছিল সাকিবের, আম্পায়াররা পানি পানের বিরতি দিলে চিকিৎসক দলের সদস্যরা এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে যান বাংলাদেশ অধিনায়ককে
ছবি: এএফপি
৭ / ৭
ছবিটি ঘোরাঘুরির। তবে কোথায় আর কখন, সেটা জানাননি তামিম ইকবাল
ছবি: ইনস্টাগ্রাম