দেম্বেলের ‘আনন্দে’ থুরামের জল, পেপেকে সান্ত্বনা রোনালদোর

জার্মানিতে চলছে ইউরো। গত রাতে টাইব্রেকারে পর্তুগালকে হারিয়েছে ফ্রান্স। আজ দুটি কোয়ার্টার ফাইনালের একটিতে ইংল্যান্ডের মুখোমুখি সুইজারল্যান্ড, আরেকটিতে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। মাঠে ও মাঠের বাইরের বিভিন্ন মুহূর্তে দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন—
১ / ৯
খেলা শুরুর আগে এভাবেই গা-গরম করছিলেন ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড
রয়টার্স
২ / ৯
ম্যাচের মাঝে বদলি হয়ে গেছেন বলে টাইব্রেকারে অংশ নিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে; কিন্তু ডাগআউটে থাকলেও উত্তেজনা ছুঁয়ে গেছে ফরাসি তারকাকে
এএফপি
৩ / ৯
টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। আনন্দের সেই মুহূর্তে এমনভাবেই ক্যামেরায় পোজ দিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম
এএফপি
৪ / ৯
কাঁদতে থাকা পেপেকে সান্ত্বনা দেন ক্রিস্টিয়ানো রোনালদো
রয়টার্স
৫ / ৯
উসমান দেম্বেলের হাতে থাকা ম্যাচসেরার ট্রফিতে পানি ঢেলে দিলেন মার্কাস থুরাম
রয়টার্স
৬ / ৯
ডুসেলডর্ফে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড-সুইজারল্যান্ড। মাঠে ঢোকার আগে এক ইংলিশ সমর্থকের সঙ্গে বিচিত্র সাজে তিন সুইস
রয়টার্স
৭ / ৯
বার্লিনে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে তুরস্ক। খেলা দেখতে আগেভাগে হাজির হওয়া তুর্কি সমর্থকদের অনেককে দেখা গেল বিতর্কিত সেই ভঙ্গিমা দেখাতে, সর্বশেষ ম্যাচে যা ম্যাচে ঘটিয়ে শাস্তি পেয়েছেন দেশটির ফুটবলার দেমিরাল। একই ঘটনায় জার্মানি ও তুরস্কের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব করার ঘটনাও ঘটেছে
এএফপি
৮ / ৯
সুইজারল্যান্ড ইউরো জিতবে কি না, সময়ই বলবে। আজ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের গ্যালারিতে ট্রফির রেপ্লিকা নিয়ে এসেছেন এই দর্শক
রয়টার্স
৯ / ৯
থিও এরনান্দেজের শট জালে জড়াতেই নিশ্চিত হয় ফ্রান্সের সেমিফাইনাল। কাছাকাছি থাকা গোলকিপার মাইক মাইনিঁয়র কাছে ছুটে গিয়ে দিলেন চেস্ট-বাম্প
রয়টার্স