লিটনের পৃথিবী কে আর এআর রহমানকে শুভেচ্ছা টেন্ডুলকারের

প্রথমবারের মতো মেয়েকে নিয়ে তোলা ছবি সামনে এনেছেন লিটন দাস। সংগীত পরিচালক এআর রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার। পরিবারসহ ঘুরতে গেছেন গৌতম গম্ভীর। হ্যারি ব্রুক গিয়েছিলেন ফুটবল ম্যাচ দেখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের দিনযাপনের নানা মুহূর্ত—
১ / ৮
নতুন বছরের অনুষ্ঠানে বান্ধবী ডানা নেমেথের সঙ্গে সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস
ইনস্টাগ্রাম
২ / ৮
ক্যামেরা কাঁধে ফটোগ্রাফার সৌরভ গাঙ্গুলী। বোঝাই যাচ্ছে, কোনো একটি অনুষ্ঠান বা পণ্যের শুটিংয়ে তোলা ছবি
ইনস্টাগ্রাম
৩ / ৮
‘আমার প্রিয়রা’—পরিবারসহ ছবি তুলে ক্যাপশনে এটুকুই লিখেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর
ইনস্টাগ্রাম
৪ / ৮
এক ফ্রেমে দুই কিংবদন্তি। অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের জন্মদিকে শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতের ক্রিকেট কিংবদন্তি এআর রহমানকে বন্ধু সম্বোধন করে লিখেছেন, ‘হৃদয় আলোড়িত করা সংগীত সৃষ্টি করে যাও, তোমার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করছি।’
ইনস্টাগ্রাম
৫ / ৮
চ্যাম্পিয়নশিপের দল লিডস ইউনাইটেডের ম্যাচ দেখতে গিয়েছিলেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। গ্যালারির স্মৃতি তুলে রাখলেন ইনস্টাগ্রামের ঠিকানায়
ইনস্টাগ্রাম
৬ / ৮
ছবিটি পোস্ট করে স্ত্রী সু ডুমিনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার জেপি ডুমিনি
ইনস্টাগ্রাম
৭ / ৮
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নারের সম্মানে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে ছবিটি। গত বছর অ্যাশেজে ‘হোম অব ক্রিকেটে’ গিয়েছিলেন ওয়ার্নার
ইনস্টাগ্রাম
৮ / ৮
লিটন দাস কন্যা সন্তানের বাবা হয়েছেন গত নভেম্বরে। এর মধ্যে সন্তানের ছবি সামনে না আনলেও তার সঙ্গে কাটানো ভালোবাসাময় মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই প্রথম। ছবিটি দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিখেছেন, ‘কিছুই নয়, শুধু আমার পৃথিবীকে দেখছি।’
ইনস্টাগ্রাম