অধিনায়কত্ব ছাড়তে কোহলিকে চাপ দেননি সৌরভরা

কোহলি কি নিজ ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না বিসিসিআই-ই তাঁকে বাধ্য করেছে?ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এই ফরম্যাটে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারত। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক আর থাকছেন না বিরাট কোহলি। অন্য কারোর অধীন খেলবেন বুমরা-পন্তরা।

কয়েক দিন আগেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি এ ঘোষণা দেন। প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কোহলি কি নিজ ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? না বিসিসিআই-ই তাঁকে বাধ্য করেছে?

বিরাট কোহলি আর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক থাকছেন না
ফাইল ছবি

এই বিতর্ক ওঠার আগেই নিজেদের ওপর থেকে দায় সরিয়েছেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী। বিসিসিআই থেকে এমন কোনো নির্দেশনা বিরাট কোহলিকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক গাঙ্গুলী, ‘ওর অধিনায়কত্ব ছাড়ার খবরে আমি বেশ অবাক হয়েছিলাম। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শেষে ও নিজেই এ সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের দিক থেকে বিরাটের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি বা কোনো প্রকার চাপও দেওয়া হয়নি, আমরা কখনোই কাউকে চাপ দিই না। আমি নিজেও একজন খেলোয়াড় ছিলাম, আমি এমন কাজ কখনোই করব না।’

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’–এর সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে কথা বলেন গাঙ্গুলী। বর্তমান ক্রিকেটের অতি ব্যস্ত সূচিই কোহলির এমন সিদ্ধান্তের পেছনে দায়ী বলে মনে করেন তিনি, ‘আগের তুলনায় এখন সবাইকেই অনেক বেশি খেলতে হয়। ফলে এত দিন ধরে সব ফরম্যাটে অধিনায়কত্ব করাটা খুবই কঠিন। আমি নিজে পাঁচ বছর ভারতের হয়ে অধিনায়কত্ব করেছি (২০০০-০৫), ফলে আমি বিষয়টি বুঝতে পারি।’

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী
ছবি: এএফপি

ভারতের অধিনায়কত্ব করাটা কতটা চাপের—এ প্রসঙ্গও উঠে এল তাঁর কথায়, ‘বাইরে থেকে দেখলে মনে হয় যে সবই ঠিক আছে, আপনি আপনার দেশের হয়ে নেতৃত্ব করছেন। আপনি অনেক সুনাম এবং পরিচিতিও পাবেন। কিন্তু খেলোয়াড়টা ভেতরে–ভেতরে প্রতিনিয়ত নিঃশেষ হতে থাকে, সেটা গাঙ্গুলী, ধোনি বা কোহলি, যেই-ই হোক। এমনকি ভবিষ্যতে যারা ভারতের অধিনায়ক হবে, তারাও এই চাপ অনুভব করবে। এই কাজটা খুবই কঠিন।’

প্রায় দুই বছর কোনো আন্তর্জাতিক ফরম্যাটেই সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি। এ সম্পর্কে গাঙ্গুলী অত বেশি চিন্তিত নন। তিনি ব্যাপারটা স্বাভাবিকভাবেই দেখছেন।

প্রায় দুই বছর কোনো আন্তর্জাতিক ফরম্যাটেই সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট কোহলি
ফাইল ছবি: এএফপি

জানিয়েছেন, অনেক লম্বা সময় ধরে খেলা যেকোনো খেলোয়াড়ের জীবনেই এই পর্যায় আসে, ‘একটা খেলোয়াড় যে অনেক দিন ধরে খেলছে, তার এ রকম বাজে সময় আসতেই পারে। বিরাট প্রায় ১১ বছর (আসলে ১৩ বছর) ধরে ক্রিকেট খেলছে। প্রতিবছর তো সে একই পারফরম্যান্স করতে পারবে না। সে একজন মানুষ, কোনো মেশিন নয়। ফলে ব্যাপারটা এমন না যে আপনি তাকে বসিয়ে দিলেন এবং সে রানের বন্যা বইয়ে দিতে লাগল।’ কোহলি যে শিগগির ফর্মে ফিরবেন, এ নিয়েও আশাবাদী গাঙ্গুলী, ‘সে একজন মানুষ, ফলে কিছু বলে সে ক্যাচ দেবে, তার ফুটওয়ার্কে ভুল হবে। ওর ফর্ম অনেক ভালো ছিল, সেটা এখন একটু খারাপ হয়ে গেছে, কিন্তু খুব শিগগির ও আবার ফর্মে ফিরে আসবে। তখন আমরা বিরাট কোহলির আসল রূপ দেখতে পাব।’