অনূর্ধ্ব–১৯ পিএসএল আয়োজনের পরিকল্পনা রমিজের

পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাফাইল ছবি

আইপিএলের মতো অর্থের অত ঝনঝনানি হয়তো নেই অথবা নেই বিগ ব্যাশের মতো নামডাকও। তবে পাকিস্তানের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলকে সফলই বলতে হবে। আয়োজনের জাঁকজমক, সম্প্রচারের মান আর প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে ধীরে ধীরে আলাদা একটা জায়গা করে নিচ্ছে পিএসএল। এ টুর্নামেন্ট নিয়ে এবার নতুন ভাবনা সামনে নিয়ে এসেছেন রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান বললেন, অনূর্ধ্ব–১৯ পিএসএল আয়োজনের কথা। যুবাদের টুর্নামেন্টটির নাম হবে পাকিস্তান জুনিয়র লিগ।

ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকবাজকে গতকাল রমিজ এমন টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যের কথা বলেছেন এভাবে, ‘তরুণদের প্রতিদ্বন্দ্বিতাময় ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা এই পরিকল্পনা করেছি।’ বিশ্বজোড়া তরুণ খেলোয়াড়েরা একে অন্যের বিপক্ষে খেলে কীভাবে নিজেদের আরও ওপরে নিয়ে যাবে, সেটাও তুলে ধরেছেন রমিজ, ‘তারা বিশ্বের সেরা কোচদের অধীনে খেলতে পারবে। ডাগআউটে আন্তর্জাতিক অঙ্গনের তারকাদের সঙ্গে সময় কাটাতে পারবে।’

বিশ্বজোড়া ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে ধীরে ধীরে আলাদা একটা জায়গা করে নিচ্ছে পিএসএল।
ফাইল ছবি

মাস কয়েকের মধ্যেই পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) আয়োজন করার ইচ্ছা রমিজের। এখন পর্যন্ত যা চিন্তা, অক্টোবরে প্রথমবারের মতো আয়োজন করা হবে পিজেএল। এরই মধ্যে টুর্নামেন্টের ফরম্যাটের খুঁটিনাটিও ঠিক করে ফেলেছে পিসিবি। টুর্নামেন্টটি হবে পাঁচ দলের এবং প্রতিটি দলে মেন্টর হিসেবে থাকবেন একজন কিংবদন্তি ক্রিকেটার। রমিজ বলেছেন, ‘অসাধারণ একটি পরিবেশ ছাড়া একজন তরুণ ক্রিকেটার আর কীই-বা চাইতে পারে। আমাদের একটি ড্রাফট পদ্ধতিও থাকবে, যাতে করে তরুণ ক্রিকেটাররা আরও বেশি আয় করতে পারে। প্রতিটি দলেই ভিভ রিচার্ডসের মতো একজন করে মেন্টর থাকবে।’

রমিজের দাবি, তাঁর পরিকল্পনা বেশ মনে ধরেছে অন্যান্য ক্রিকেট বোর্ডের কর্তাদের, ‘আমরা এ পরিকল্পনার বিষয়ে দুবাইয়ে আইসিসির অন্য সদস্যদের জানিয়েছি। তাদেরকে আগ্রহীই মনে হয়েছে।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা নীতি আছে—বয়সভিত্তিক ক্রিকেটারদের টি–টোয়েন্টি খেলতে না দেওয়া। আর পিসিবি চাইছে তাদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে। এ নিয়ে রমিজ বলেছেন, ‘তরুণ ক্রিকেটারদের চাপের পরিস্থিতির সঙ্গে পরিচয় ঘটবে এবং তারা শিখবে এই সব পরিস্থিতিতে কীভাবে ভালো খেলতে হয়। এমন পরিস্থিতিতে কীভাবে রান করতে হয় আর কীভাবে উইকেট নিতে হয়, সেটাও তারা শিখবে।’