অপহরণের মজা করতে গিয়ে বিপাকে হার্শা ভোগলে

বিপাকে পড়েছিলেন হার্শা ভোগলেফাইল ছবি

বড় একটা শিক্ষাই হলো হার্শা ভোগলের। মজা করতে গিয়ে কোথায় থামতে হয়, সেটিও বুঝতে পারলেন। ইনস্টাগ্রাম লাইভে একটি প্রোমোর কারণে নেট দুনিয়ায় সমালোচনার মুখেই পড়েছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার।

ইনস্টাগ্রামে লাইভ অনুষ্ঠানটি ছিল আইপিএল-সংক্রান্ত। সেটিতেই হাজির ছিলেন হার্শা। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, এবার আইপিএল কে জিতবে, এবারও কি মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইটরাইডার্সের মধ্যেই আইপিএলের শিরোপা থাকবে, নাকি অন্য কেউ জিতবে? এ সময়ই হার্শা উধাও হয়ে যান স্ক্রিন থেকে। ঠিক এই সময় সবাই হার্শাকে বলতে শোনেন, ‘আপনারা কে? কী হয়েছে? আপনারা কোথা থেকে এসেছেন?’ সঞ্চালকের উদ্বেগ মিশ্রিত চেহারায় চিন্তায় পড়ে যান সবাই। সঞ্চালক বলেন, ‘ছোট্ট একটি অসুবিধা হয়েছে। আমরা দুঃখিত।’

এ সময় প্রশ্নের পর প্রশ্ন আসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। সবাই মনে করেছিলেন হার্শার কিছু হলো কিনা! তিনি অপহৃত হলেন কিনা! ব্যাপারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে সময়ই সবাইকে জানানো হয়, ওটা ছিল একটা প্রোমোর অংশ। হার্শা সুস্থই আছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন হার্শা। সবাই বলতে থাকেন, মজা করারও একটা সীমা থাকা উচিত।

ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছেছে যে হার্শা ভোগলের স্ত্রীকেও দৃশ্যপটে আসতে হয়। তাঁর স্ত্রী অনিতা ভোগলে টুইট করে জানান, তাঁর স্বামী সুস্থ আছেন, ভালো আছেন, ‘ওটা একটা প্রোমো ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি ভাইরাল হয়ে গেছে। হার্শা ঠিকই আছে। সবাই অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ভালোবাসার এই প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ।’

কিছুক্ষণ পর টুইট করেন হার্শাও, ‘আমি সুস্থ আছি। আপনাদেরকে উদ্বেগের মধ্যে ফেলে দেওয়ায় দুঃখ প্রকাশ করছি। অফুরন্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। যতটা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে। এটাও একটা শিক্ষা। প্রতিদিনই মানুষ শেখে। পুরো বিষয়টি অন্য রকম হওয়ার কথা ছিল। দুঃখিত। এখন এটিতে বেশ বিব্রত বোধ করছি।’