অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পাশে বসতে পারবে বাংলাদেশ?

আজ শততম টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশপ্রথম আলো ফাইল ছবি

শততম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ভারতকে হারিয়ে অবিস্মরণীয় এক জয় পেয়েছিল বাংলাদেশ। দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ জয় পেয়েছে শততম টেস্টেও। ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কাকে ৪ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ১৯১ রানের লক্ষ্য ছুঁয়ে জেতে বাংলাদেশ। সর্বোচ্চ ৮২ রান করেছিলেন ওপেনার তামিম ইকবাল।

সেই বাংলাদেশ আজ খেলতে নামছে ১০০তম টি-টোয়েন্টি। ২০০৬ সালে প্রথম টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের শততম ২০ ওভারের ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আজ জিতলে ওয়ানডে ও টেস্টের পর বাংলাদেশ জিতে যাবে শততম টি-টোয়েন্টিও।

টেস্ট, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি—এই তিন সংস্করণেই নিজেদের শততম ম্যাচ জিতেছে শুধু দুটি দল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। বাংলাদেশ কি আজ জিম্বাবুয়েকে হারিয়ে পারবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কীর্তি ছুঁতে?

শততম টি-টোয়েন্টিতে কোন দল কী করেছে