আইপিএলের আগে বাংলাদেশের পাঁচ জন যেমন খেলেছেন

আইপিএলের নিলামে নাম আছে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার সাকিব, মোস্তাফিজ, লিটন, শরীফুল ও তাসকিনের
ছবি: প্রথম আলো

আজ আইপিএলের নিলামে উঠছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। নিলামে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহী করে তুলতে অতীত সাফল্য ও বর্তমান ফর্মই মুখ্য।

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের অতীত তাঁদের হয়ে কিছুটা বলে দেয়। কিন্তু লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের ক্ষেত্রে বর্তমান ফর্মই বিবেচ্য।

সেদিক থেকে ২০২১ সালের শুরু থেকে গত পরশু ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের এই পাঁচ ক্রিকেটারের টি-টোয়েন্টি পারফরম্যান্স তুলে ধরা হলো।  

টেস্টে গত এক বছরে বেশ ধারাবাহিক লিটন দাস টি-টোয়েন্টি লিগের নিলামে কতটা আকর্ষণ জাগাতে পারেন, দেখার বিষয়
ছবি: এএফপি

লিটন দাস

ম্যাচ: ২৬ রান: ৪৭৬ স্ট্রাইকরেট: ১১১.৭৪

আন্তর্জাতিক ক্রিকেট
ম্যাচ: ১৬
রান: ২০৮
স্ট্রাইকরেট: ৯৫.৪১

ঘরোয়া লিগ
ম্যাচ: ১০
রান: ২৬৮
স্ট্রাইকরেট: ১২৮.৮৪

গত বছর দুয়েকে তাসকিনের বোলিংয়ে উন্নতি চোখে পড়ে
ছবি: এএফপি

তাসকিন আহমেদ

ম্যাচ: ২৫ উইকেট: ২৬ গড়: ২৪.৩৮ স্ট্রাইকরেট: ১৮.৯২ ইকোনমি: ৭.৭৩

আন্তর্জাতিক
ম্যাচ: ১৪
উইকেট: ১১
গড়: ৩৪
স্ট্রাইকরেট: ২৬.৬
ইকোনমি: ৭.৬৫

ঘরোয়া
ম্যাচ: ১১
উইকেট: ১৫
গড়: ১৭.৩৩
স্ট্রাইকরেট: ১৩.২৭
ইকোনমি: ৭.৮৪

শরীফুলের গতির তারতম্য, বোলিং বৈচিত্র তাঁকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর চোখে প্রয়োজনীয় করে তুলতে পারে
ফাইল ছবি: প্রথম আলো

শরীফুল ইসলাম

ম্যাচ: ৪২ উইকেট: ৫৫ গড়: ১৯.৪৭ স্ট্রাইকরেট: ১৫.৩৮ ইকোনমি: ৭.৬০

আন্তর্জাতিক
ম্যাচ: ১৭
উইকেট: ২২
গড়: ১৮.৪৫
স্ট্রাইকরেট: ১৫
ইকোনমি: ৭.৩৮

ঘরোয়া
ম্যাচ: ২৫
উইকেট: ৩৩
গড়: ২০.১৫
স্ট্রাইকরেট: ১৫.৬৪
ইকোনমি: ৭.৭৩

মোস্তাফিজকে নিয়ে এবার টানাটানি হবে আইপিএলের নিলামে?
ফাইল ছবি: প্রথম আলো

মোস্তাফিজুর রহমান

ম্যাচ: ৫৪ উইকেট: ৭৪ গড়: ১৮.৮৯ স্ট্রাইকরেট: ১৫.৩৮ ইকোনমি: ৭.৩৭

আন্তর্জাতিক
ম্যাচ: ২০
উইকেট: ২৮
গড়: ১৭.৩৯
স্ট্রাইকরেট: ১৪.৮
ইকোনমি: ৭

অন্যান্য
ম্যাচ: ৩৪
উইকেট: ৪৬
গড়: ১৯.৮০
স্ট্রাইকরেট: ১৫.৬৭
ইকোনমি: ৭.৫৮

শুধু আইপিএল
ম্যাচ: ১৪
উইকেট: ১৪
গড়: ৩১.১৪
স্ট্রাইকরেট: ২২.২১
ইকোনমি: ৮.৪১

বিপিএলে দারুণ ছন্দে সাকিব, টানা পাঁচ ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা
ছবি: শামসুল হক

সাকিব আল হাসান

ব্যাটিং

ইনিংস: ৪০ রান: ৭৪৪ স্ট্রাইকরেট: ১১৫.৫৩

আন্তর্জাতিক
ইনিংস: ১৭
রান: ৩২৭
স্ট্রাইকরেট: ১০৬.৮৬

অন্যান্য
ইনিংস: ২৩
রান: ৪১৭
স্ট্রাইকরেট: ১২৩.৩৭

শুধু আইপিএল
ম্যাচ: ৮
রান: ৪৭
স্ট্রাইকরেট: ৯৭.৯২

বোলিং
ম্যাচ: ৪২ উইকেট: ৫২ গড়: ১৭.৮৮ স্ট্রাইকরেট: ১৭.৫৮ ইকোনমি: ৬.১১

আন্তর্জাতিক
ম্যাচ: ১৮
উইকেট: ২৫
গড়: ১৬.৮৮
স্ট্রাইকরেট: ১৬.৭২
ইকোনমি: ৬.০৫

অন্যান্য
ম্যাচ: ২৪
উইকেট: ২৭
গড়: ১৮.৮১
স্ট্রাইকরেট: ১৮.৩৭
ইকোনমি: ৬.১৫

শুধু আইপিএল
ম্যাচ: ৮
উইকেট: ৪
গড়: ৪৬.৭৫
স্ট্রাইকরেট: ৩৯
ইকোনমি: ৭.১৯